কলকাতা, 24 নভেম্বর: 1 ডিসেম্বর থেকে টেলিভিশনের পর্দায় আসছে নতুন নন ফিকশন 'লাখ টাকায় লক্ষ্মীলাভ'। সঞ্চালনায় সুদীপ্তা চক্রবর্তী । সাংবাদিক সম্মেলনে এসে শো নিয়ে নিজের আবেগ উজাড় করে দিলেন তিনি । তাঁকে বলতে শোনা গেল, মহিলাদের নিজেদের স্বপ্নপূরণের একটা প্ল্যাটফর্ম হতে চলেছে এই গেম শো ৷
সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে, চারটে রাউন্ডে খেলা হবে এই গেম শো'র । প্রতি রাউন্ডেই খেলার শেষে প্রতিযোগীদের জন্য থাকবে নগদ টাকার পুরস্কার । একেবারে ফাইনাল রাউন্ডে বিজয়িনীর জন্য থাকছে এক লক্ষ টাকার নগদ পুরস্কার । প্রতি পর্বে তিনজন করে মহিলা প্রতিযোগী অংশগ্রহণ করবেন । চ্যানেল জানিয়েছে, কারওকেই খালি হাতে ফিরতে হবে না এই মঞ্চ থেকে । থাকবে মজার মজার খেলা, যা ভরপুর বিনোদন দেবে দর্শককে ।
নতুন শো নিয়ে আত্মবিশ্বাসী সুদীপ্তা (ইটিভি ভারত) নতুন কাজ নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, "আমার নন ফিকশন শো হোস্ট করতে বরাবর খুব ভালো লাগে । কেন জানি না মনে হয় এটা আমার জায়গা । আমি নিজেকে খুঁজে পাই এখানে । শুভঙ্কর অফারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই নিয়ে নিই । বাংলা টেলিভিশনে শুভঙ্কর চট্টোপাধ্যায় নন ফিকশন বানাচ্ছেন এটা তো একটা দারুণ ব্যাপার ।"
সঞ্চালনায় ফিরছেন সুদীপ্তা চক্রবর্তী (নিজস্ব ছবি) সুদীপ্তা চক্রবর্তী (নিজস্ব ছবি) তাঁর কথায়, "যাঁদের এতদিনের অভিযোগ ছিল আমাকে কেন দেখা যাচ্ছে না টিভিতে, তাঁদের জন্য সুখবর । আবার আসছি । খুব ইউনিক একটা শো নিয়ে । আরও ইউনিক কারণ শুভঙ্কর বানাচ্ছে শো'টা । প্রতি পর্বে তিনজন করে লক্ষ্মী খেলবেন । এঁদের গল্প শুনছি আর অবাক হচ্ছি । আমাকে তো সবাই চেনে । কিছু একটা করলেই খবর হয় । এটা এমন কোনও বড় ব্যাপার নয় । ওঁরা যে কী কী করে চলেছেন তা দেখলে অবাক হয়ে যাবেন আপনারা । আমিও অবাক হচ্ছি । আর মজার মজার সব খেলা থাকছে । আমার বিশ্বাস 'লাখ টাকায় লক্ষ্মীলাভ' একবার দেখতে শুরু করলে নেশা হয়ে যাবে ।"
1 ডিসেম্বর থেকে প্রতিদিন সন্ধে 6টায় সম্প্রচারিত হবে এই শো ।
প্রতিদিন সন্ধে 6টায় টেলিভিশনের পর্দায় দেখা যাবে তাঁকে (নিজস্ব ছবি)