কলকাতা, 1 অক্টোবর: বুধবার মহালয়া ৷ ভোর 4টেয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র'র কণ্ঠে 'মহিষাসুরমর্দিনী' শুনে দিনের শুরু আর তার পরেই টেলিপ্রেমী মানুষদের ডেস্টিনেশন হয়ে উঠবে পছন্দের বিনোদন চ্যানেল।
মহালয়ার ভোরে বাংলা টেলিভিশনের পর্দায় আসছে 'নবরূপে দেবী দুর্গা'৷ 2 অক্টোবর ঠিক ভোর 5টায় সম্প্রচারিত হবে দুর্গার অসুর নিধনের কাহিনি। দুর্গার নয়টি রূপ উঠে আসবে কাহিনিতে। সঙ্গে তো সামঞ্জস্যপূর্ণ নাচ ও গান থাকবেই। দুর্গার চরিত্রে শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
অভিনেত্রী ইটিভি ভারতকে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, মহালয়ার অনুষ্ঠানে দুর্গার চরিত্র তাঁর কাছে চ্যালেঞ্জিং। সবথেকে ভালো লাগার চরিত্রও বটে। তিনি নাকি ছোটবেলা থেকেই টিভিতে মহালয়া দেখে দুর্গা হওয়ার স্বপ্ন দেখতেন ৷ সেই স্বপ্ন তাঁর অবশেষে পূরণ হয়েছে ৷
এদিন দুর্গার নয়টি রূপের যাঁদের দেখা যাবে শীলপুত্রীর চরিত্রে ঋষিতা নন্দী, ব্রহ্মচারিণীর চরিত্রে অঙ্কিতা মল্লিক, চন্দ্রঘণ্টার চরিত্রে মোহনা মাইতি, কুস্মণ্ডর চরিত্রে দিব্যানি মণ্ডল, স্কন্ধমাতার চরিত্রে শ্বেতা ভট্টাচার্য, কাত্যায়নীর চরিত্রে পল্লবী শর্মা, কালরাত্রির চরিত্রে আরাত্রিকা মাইতি, মহাগৌরীর চরিত্রে স্বীকৃতি মজুমদার, সিদ্ধিদাত্রীর চরিত্রে ডোনা ভৌমিক।
অন্যদিকে, মহাদেবের চরিত্রে দেখা যাবে অভিষেক বসুকে। কার্তিকের চরিত্রে থাকছেন আরুষ । মহিষাসুরের চরিত্রে অর্ণব চক্রবর্তী। পার্বতীর চরিত্রে শার্লি মোদক । সরস্বতীর চরিত্রে ঋতু পাইন । লক্ষ্মীর চরিত্রে সোমু সরকার। নাচ, গান, গল্প এবং অ্যাকশনের মিশেলে তৈরি এবারের মহালয়া বিনোদনের থেকেও বেশি কিছু প্রদান করবে বলে আশ্বাস চ্যানেলের।
এবারের প্রত্যেকটি পারফরম্যান্সই মহালয়ার নস্টালজিয়া এবং বিশ্বব্যাপী বাঙালিকে একত্রিত করার সাংস্কৃতিক তাৎপর্যের সঙ্গে জড়িত বলে মনে করছেন নির্মাতারা। শক্তিশালী দৃশ্য এবং উপস্থাপনা সকলের মন ভরাবে বলে আশাবাদী চ্যানেল কর্তৃপক্ষ।