পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

বড়পর্দার পর এবার ছোটপর্দায় 'বসু পরিবার' - New Bengali Serial - NEW BENGALI SERIAL

New Bengali Serial: বড়পর্দার পর এ বার ছোটপর্দায় আসতে চলেছে 'বসু পরিবার' ৷ নয়া এই বাংলা ধারাবাহিকে অভিনয় করছেন সৌরজিৎ বন্দ্যোপাধ্যায় ও শ্রীমা ভট্টাচার্য ৷

ETV BHARAT
এবার ছোটপর্দায় 'বসু পরিবার' (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 29, 2024, 12:41 PM IST

কলকাতা, 29 মে:বড়পর্দায় 2019 সালে সুমন ঘোষের হাত ধরে আসে 'বসু পরিবার'। আর এ বার ছোটপর্দাতেও হাজির 'বসু পরিবার'। পরিবারের গল্প বলতে আসছে এই ধারাবাহিক । এই ধারাবাহিক একেবারেই নারী কিংবা পুরুষকেন্দ্রিক নয় । শুরুতেই এ কথা জানিয়ে দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ ।

গল্পটা একবার দেখে নেওয়া যাক । অঞ্জনবাবু বসু পরিবারের কর্তা । অবসরপ্রাপ্ত শিক্ষক । তিন ছেলে, দুই মেয়ে এবং বউ মীনাক্ষিকে নিয়ে তাঁর ভরা সংসার । ছেলে-মেয়েরা সবাই আজ সুপ্রতিষ্ঠিত । শুধু ছোট ছেলে দীপ্তেশ (সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়) এখনও ঠিকঠাক দাঁড়াতে পারেননি । ছোটখাটো যা কাজ পান, তিনি সেটাই করেন । তবে দীপ্তেশ খুবই পরোপকারী ছেলে । পাড়ার সবাই তাঁকে ভালোবাসে ।

সুখী পরিবারেও ঝড় ওঠে একদিন । একটি ঘটনার পর ছেলেমেয়েরা পাশে থাকে না বাবা-মায়ের । শুধু দীপ্তেশ রয়ে গেল বাবা-মায়ের পাশে । দীপ্তেশের পাশে দাঁড়ায় অভাবী মেয়ে নীলা । এই চরিত্রে অভিনয় করেছেন শ্রীমা ভট্টাচার্য । 'গাঁটছড়া' ধারাবাহিকের পর শ্রীমা আসছেন এই ধারাবাহিকে । ও দিকে সৌরজিৎ আসছেন 'সন্ধ্যাতারা' ধারাবাহিকের পরে । এই ধারাবাহিকের মধ্যে দিয়ে ছোটপর্দাও পেতে চলেছে একটি নতুন জুটিকে ।

এঁরা ছাড়াও অভিনয়ে রয়েছেন অরিন্দম গঙ্গোপাধ্যায়, অনিমেষ ভাদুড়ি, সায়ন্তনী মল্লিক, শ্রীতমা রায়চৌধুরী কৌশিকী গুহ, কৌশিক দাস, দীপ্সিতা মিত্র, রাজর্ষি-সহ আরও অনেকে । সৌরজিৎ এবং শ্রীমা দু'জনেই এই ধারাবাহিক নিয়ে আপ্লুত । এই প্রথম এ রকম চরিত্রে অভিনয় করতে পেরে খুশি শ্রীমা । খুব শীঘ্রই টেলিভিশনের পর্দায় আসছে এই ধারাবাহিক ।

ABOUT THE AUTHOR

...view details