পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

বৃন্দাবনে গিয়ে সানস্ক্রিন লাগাতেও ভুলে গিয়েছেন সৌমিতৃষা, জানতে চান মিঠাইয়ের রূপ-রুটিন? - মিঠাই অভিনেত্রী

Soumitrisha Kundu Beauty care: সারাদিনের শুটিংয়ের মাঝে চড়া মেকআপ নষ্ট করে দেয় ত্বকের জৌলুস ৷ তারপরেও প্রিয় তারকাদের সামনে থেকে দেখলে তাঁদের রূপ মুগ্ধ করে ৷ ঠিক যেমন ভালো লাগে মিষ্টি 'মিঠাই'কে ৷ কীভাবে নিজের যত্ন নেন, উত্তর দিলেন 'প্রধান' অভিনেত্রী ৷

Etv Bharat
'মিঠাই' খ্যাত অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2024, 5:33 PM IST

কলকাতা, 27 ফেব্রুয়ারি: শত ব্যস্ততা গ্রাস করলেও নিজের রূপ লাবণ্য নিয়ে দিনের মধ্যে একবার অন্তত ভাবেন না এমন নারীর সংখ্যা বিরল। কেউ বা দেখতে চান অভিনেত্রীদের রূপ-রুটিন। তারকাদের গ্ল্যামারাস রূপের নেপথ্যের কারণও নিশ্চই জানতে ইচ্ছা করে ৷ কীভাবে ত্বক-চুলের যত্ন নেন, কীভাবে নিজেদের কে ফিট রাখেন, তাঁর খুঁটিনাঁটি একটু জানলেই কেল্লাফতে ৷ 'মিঠাই' খ্যাত অভিনেত্রী তথা সৌমিতৃষা কুণ্ডু তেমনই হদিশ দিয়েছেন নিজের রূপটানের ৷

ইটিভি ভারতকে সৌমিতৃষা জানালেন তাঁর রোজকার রূপরুটিনের রহস্য ৷ তিনি বলেন, "অনেকেই আমার কাছে জানতে চান যে আমি নিজেকে ঝকঝকে রাখতে কী করি। একটা সত্যি কথা বলি? আমি ভীষণ অলস মানুষ। আমি স্কিন কেয়ারও করি না, হেয়ার কেয়ারও করি না। পার্লারে গিয়ে জীবনে কখনও হেয়ার স্পা করিনি আজ অবধি। আগে যদিও বা আই ব্রো করতে যেতাম এখন সেটাও নিজেই করে নিই বাড়িতে, এতটাই অলস আমি। কাজের পর ঘরই আমার একমাত্র ঠিকানা।"

সৌমিতৃষা আরও বলেন, "চুলের জন্য সাধারণ নারকেল তেল আর সাধারণ শ্যাম্পুই আমার জন্য যথেষ্ট। পড়ে রইল ত্বকের যত্ন। নিয়মিত সানস্ক্রিন লাগাই। তাও ভুলে যাই মাঝেমধ্যে। এই যেমন বৃন্দাবনে গিয়ে সানস্ক্রিন লাগানোর কথাও ভুলে গিয়েছিলাম আমি। তবে, স্কিন সবসময় ময়শ্চারাইজ করে রাখি ভালো ময়শ্চারাইজার দিয়ে। এটা সকলেরই করা উচিত বলে মনে হয় আমার। তার পাশাপাশি হেলদি খাবারের দিকে নজর দিই ৷ চেষ্টা করি যতটা সম্ভব আন-হেলদি খাবার এড়িয়ে যেতে ৷ জল বেশি করে খাই ৷ প্রতিনিয়ত শুটিং শেষে মেক-আপ ভালো করে তোলাটা মাস্ট ৷"

উল্লেখ্য, বাংলা টেলিভিশনের দৌলতে দর্শকের হার্টথ্রব নায়িকা সৌমিতৃষা কুণ্ডু। 'কনে বউ' ধারাবাহিকের পর নায়িকার ভূমিকায় তাঁকে দেখা যায় 'মিঠাই' ধারাবাহিকে। নাম ভূমিকায় বাজিমাত করেন সৌমিতৃষা। বলা বাহুল্য, সেই সূত্রে সৌমিতৃষার নাম আজ মিঠাই-তেই পরিণত হয়েছে। এরপর সুপারস্টার দেবের বিপরীতে তাঁকে অভিনয় করতে দেখা যায় অভিজিৎ সেন পরিচালিত 'প্রধান' ছবিতে। দেবের সঙ্গে তাঁর জুটি ভালোবেসেছে দর্শক। 'প্রধান' সৌমিতৃষার কেরিয়ারকে এগিয়ে দিয়েছে আরও একধার ৷ এবার কী ছোটপর্দা থেকে পাকাপাকি বড়পর্দাতেই কাজ করবেন অভিনেত্রী সৌমিতৃষ্ণা, তা সময় বলবে ৷

ABOUT THE AUTHOR

...view details