অযোধ্যা, 22 জানুয়ারি: "শ্রী রাম রমেতি রমেতি রমে রমে মনোরমে। সহস্ত্রনাম তত্তুল্যম রামনাম বরণে।" এর অর্থ, ভগবান শিব পার্বতীকে বলেন, "হে সুমুখী! রাম নামটি ভগবান বিষ্ণুর 1008টি নামের অনুরূপ। তাই আমি সর্বদা রাম নাম জপ করতে থাকি। রাম নাম জপ করলে জগতের সমস্ত পাপ মোচন হয়।" অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে আবেগঘন গোটা দেশের মানুষ ৷ বিশেষ ক্ষণের সাক্ষী থাকতে পেরে কেঁদে ফেললেন সোনু নিগম, অনুরাধা পড়ওয়াল ৷
রামজন্মভূমি অযোধ্যায় আজ চাঁদের হাট ৷ ঐতিহাসিক তথা আধ্যাত্মিক দিনে রামলালার প্রাণ প্রতিষ্ঠার সাক্ষী থাকল গোটা দেশ ৷ এই দিন অনুষ্ঠান মঞ্চে রামভজন করেন সঙ্গীতশিল্পী সোনু নিগম ৷ গান গাওয়ার পর নিজের আবেগ ধরে রাখতে পারলেন না শিল্পী ৷ সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, অযোধ্যায় রাম জন্মভূমি মন্দিরে নরেন্দ্র মোদির উপস্থিতিতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা দেখে চোখে জল এসে গিয়েছে ৷ তিনি বলেন, "আমি কোনও কিছু বলার শব্দ হারিয়েছি ৷" এই কথা বলতে গিয়েই চোখে জল চলে আসে সোনু নিগমের ৷
একইভাবে জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুরাধা পড়ওয়ালও নিজের আবেগ আটকে রাখতে পারেননি ৷ রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে, তিনি বলেন, "আমার বলার কোনও ভাষা নেই ৷ যখন ভগবান ঠিক করেন তখন তাঁর আসাকে কেউ আটকাতে পারেন না ৷" এরপর তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানান ৷ সঙ্গীতশিল্পী হরিহরণও প্রাণ প্রতিষ্ঠা সেরেমনিতে উপস্থিত থাকতে পেরে আপ্লুত ৷ ভগবান রাম লালা দর্শন করে তিনি জানিয়েছেন, এই মূর্তি ভগবান ভেঙ্কাটেশ্বরকে মনে করায় ৷ এর অর্থ ভগবান এক । এবং তিনি অনন্য ৷
প্রায় পাঁচশো বছর পর জন্মস্থান অযোধ্যায় ফিরলেন রামলালা ৷ সোমবার রাম জন্মভূমিতে নবনির্মিত মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতি প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার ৷ নির্দিষ্ট সময়ে রীতি ও আচার মেনেই মন্দিরে রামলালা প্রাণ প্রতিষ্ঠা হয় ৷ প্রধানমন্ত্রী জানিয়েছেন কয়েকশো বছরের প্রতীক্ষা, ধৈর্য ও ত্যাগের পর রাম অযোধ্যায় ফিরেছেন ৷ তিনি জানান, 2024 সালের 22 জানুয়ারি নিছক একটা তারিখ নয় ৷ বরং নতুন যুগের আবির্ভাব হিসাবে চিহ্নিত হয়ে থাকবে ৷