পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

মাথায় ব্যান্ডেজ, গলায় বেল্ট ! গুরুতর আহত হয়ে হাসপাতালে গুরু রনধাওয়া - GURU RANDHAWA

ছবির শুটিং সেটে স্টান্ট করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন গুরু রনধাওয়া ৷ হাসপাতালের বিছানায় তাঁকে দেখা গেল মাথায় ব্যান্ডেজ ও নেক বেল্ট নিয়ে ৷

GURU RANDHAWA
হাসপাতালে গায়ক (গুরু রনধাওয়া ইনস্টাগ্রাম)

By ETV Bharat Bangla Team

Published : Feb 23, 2025, 6:27 PM IST

হায়দরাবাদ, 23 ফেব্রুয়ারি:গুরুতর জখম জনপ্রিয় বলিউড গায়ক গুরু রনধাওয়া। গুরশরণজ্যোত সিং রনধাওয়া যিনি পরিচিত গুরু রনধাওয়া নামে ৷ পঞ্জাবের গায়ক তাঁর দুর্ঘটনার খবর সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷ যে ছবি তিনি দিয়েছেন তাতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় তিনি ৷ কপাল থেকে রক্ত ঝড়ে পড়েছে, সেই ক্ষততে সাদা ব্যান্ডেজ ৷ নেক বেল্টও রয়েছে ৷ প্রিয় গায়কের এই পোস্টে উদ্বিগ্ন হয়ে পড়েছে তাঁর অগণিত ভক্তকূল ৷

উল্লেখ্য, গানের পাশপাশি অভিনয়ও করেন গুরু। মিউজিক অ্যালবামেও তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে একাধিকবার ৷ এবার সিনেমার সেটেই ঘটল দুর্ঘটনা। পঞ্জাবের 'শওকিন সর্দার'-র ছবির শুটিং করছিলেন তিনি ৷ ছবির পরিচালক ধীরজ রতন ৷ শুটিং সেটে অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে গুরুতর আহত হন গুরু। হাসপাতালের বিছানায় শুয়ে তাঁর জখম হওয়ার ছবি শেয়ার করেছেন গায়ক ৷ সেখানে তাঁকে দেখা যাচ্ছে, মাথায় ব্যান্ডেজ, কপালে ঝড়ে পড়া রক্তের দাগ রয়েছে ৷ পাশাপাশি, চোখেমুখে চোটের দাগও স্পষ্ট ৷ তবে পঞ্জাবি গায়কের মুখে হাসি স্পষ্ট ৷

ক্য়াপশানে তিনি লিখেছেন, "আমার প্রথম স্টান্ট। আর প্রথম চোট। তবে মনোবল অটুট। বিন্দুমাত্র নড়চড় হয়নি। 'শওকিন সর্দার' ছবির সেটের স্মৃতি। এই অ্যাকশন সিকোয়েন্সের শুটিং করা খুব কঠিন।" তবে চোট থেকে দ্রুত সেরে ওঠার কথাও তিনি ভক্তদের জানিয়েছেন ৷ আরও লিখেছেন, "আমরা দর্শকদের জন্য কঠোর পরিশ্রম করব ৷" তাঁর এই ছবি দেখে অনুগামীদের উদ্বিগ্ন হয়ে ওঠার পাশাপাশি উদ্বেগ প্রকাশ করেছেন অন্যান্য তারকারাও ৷ তালিকায় রয়েছেন ম্রুণাল ঠাকুর, অনুপম খের, মিকা সিং-সহ অন্যান্যরা । গুরুর দ্রুত আরোগ্যে কামনা করেছেন সকলেই ৷ পাশাপাশি ভালোবাসাও জানিয়েছেন ৷

গুরু রনধাওয়ার সুপারহিট গানের তালিকায় রয়েছে, 'হাই রেটেড গাবরু', 'লাগদি লাহোর দি', 'মেড ইন ইন্ডিয়া', 'পাটোলা', 'বান যা মেরি রানি', 'নাচ মেরি রানি', 'ড্যান্স মেরি রানি', 'ইশারে তেরে', 'স্লোলি স্লোলি' ইত্যাদি।

ABOUT THE AUTHOR

...view details