হায়দরাবাদ, 23 ফেব্রুয়ারি:গুরুতর জখম জনপ্রিয় বলিউড গায়ক গুরু রনধাওয়া। গুরশরণজ্যোত সিং রনধাওয়া যিনি পরিচিত গুরু রনধাওয়া নামে ৷ পঞ্জাবের গায়ক তাঁর দুর্ঘটনার খবর সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷ যে ছবি তিনি দিয়েছেন তাতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় তিনি ৷ কপাল থেকে রক্ত ঝড়ে পড়েছে, সেই ক্ষততে সাদা ব্যান্ডেজ ৷ নেক বেল্টও রয়েছে ৷ প্রিয় গায়কের এই পোস্টে উদ্বিগ্ন হয়ে পড়েছে তাঁর অগণিত ভক্তকূল ৷
উল্লেখ্য, গানের পাশপাশি অভিনয়ও করেন গুরু। মিউজিক অ্যালবামেও তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে একাধিকবার ৷ এবার সিনেমার সেটেই ঘটল দুর্ঘটনা। পঞ্জাবের 'শওকিন সর্দার'-র ছবির শুটিং করছিলেন তিনি ৷ ছবির পরিচালক ধীরজ রতন ৷ শুটিং সেটে অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে গুরুতর আহত হন গুরু। হাসপাতালের বিছানায় শুয়ে তাঁর জখম হওয়ার ছবি শেয়ার করেছেন গায়ক ৷ সেখানে তাঁকে দেখা যাচ্ছে, মাথায় ব্যান্ডেজ, কপালে ঝড়ে পড়া রক্তের দাগ রয়েছে ৷ পাশাপাশি, চোখেমুখে চোটের দাগও স্পষ্ট ৷ তবে পঞ্জাবি গায়কের মুখে হাসি স্পষ্ট ৷