পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

নতুন আঙ্গিকে প্রতুল মুখোপাধ্যায়ের 'আমি বাংলায় গান গাই' সাজালেন শোভন - AMI BANGLAY GAAN GAI

গানটা গেয়েছে একদল খুদে ৷ একটা ভাষাকে এগিয়ে নিয়ে যাবে এই প্রজন্মের বাচ্চারাই । এমনটাই মনে করেন সঙ্গীত শিল্পী শোভন গঙ্গোপাধ্যায় ।

Shovan Ganguly
'আমি বাংলায় গান গাই' নতুন আঙ্গিকে সাজালেন শোভন গঙ্গোপাধ্যায় (নিজস্ব ছবি)

By ETV Bharat Entertainment Team

Published : Feb 20, 2025, 2:17 PM IST

কলকাতা, 20 ফেব্রুয়ারি: ভাষা দিবসের প্রাক্কালে নতুন আঙ্গিকে গাওয়া হল প্রতুল মুখোপাধ্যায়ের 'আমি বাংলায় গান গাই'। এই গানটিকে নতুন রূপে সাজিয়েছেন সঙ্গীত শিল্পী শোভন গঙ্গোপাধ্যায় । পশ্চিমবাংলায় এক এক জায়গার মানুষ এক এক টানে কথা বলে । সেই বৈচিত্র‍্যই তুলে ধরা হয়েছে নতুনভাবে সাজানো গানটিতে ।

73তম মাতৃভাষা দিবসে অভিনব উদযাপনে সামিল বাংলার এক বিনোদন চ্যানেল। সেখানেই নতুন আঙ্গিকে গাওয়া হল প্রতুল মুখোপাধ্যায়ের 'আমি বাংলায় গান গাই' । সম্প্রতি কিংবদন্তি এই সঙ্গীত শিল্পীকে হারিয়ে শোকাহত বঙ্গবাসী । চ্যানেলটি মনে করে, বাংলা ভাষাকে শ্রদ্ধা জানাতে প্রতুল মুখোপাধ্যায়ের এই গানের জুরি মেলা ভার । তাই বাংলা মাতৃভাষা দিবস উপলক্ষে একটি জনপ্রিয় প্রয়াস নিয়ে হাজির বাংলার ওই বিনোদন চ্যানেল।

প্রতুল মুখোপাধ্যায়ের গান 'আমি বাংলায় গান গাই' (নিজস্ব ছবি)

শোভন গঙ্গোপাধ্যায়ের কথায়, "বাংলা ভাষা খুবই মধুর একটা ভাষা । নিজের ভাষা তাই বাংলা ভাষায় কোনও কাজ করতে পারাটা সব সময় গর্বের আমার কাছে । বাংলার বিভিন্ন জেলার ভাষার বাচনভঙ্গির যে বৈচিত্র‍্য, তার মেলবন্ধন এই গানটি । দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গ, বীরভূমের সঙ্গে কোচবিহার, বাঁকুড়ার সঙ্গে মালদার আঞ্চলিক ভাষা-রূপ ও সংষ্কৃতি মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। আমি সব সময়ই বাচ্চাদের নিয়ে কাজ করতে চেয়েছি । এই কাজের মাধ্যমে সেই ইচ্ছে আমার পূরণ হয়েছে । এই বাচ্চারাই ভবিষ্যতে বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাবে ।"

সঙ্গীত শিল্পী শোভন গঙ্গোপাধ্যায় (নিজস্ব ছবি)

প্রসঙ্গত, বাংলা ভাষার অনেক রূপ । বিভিন্ন জেলাতে বিভিন্নভাবে বাংলা ভাষার ভঙ্গিমা পালটে গিয়েছে । অনেক জেলাতে বাংলা ভাষা আঞ্চলিক ছোঁয়া পেয়ে হয়ে উঠেছে ভিন্ন । শোভনের এই গানের বৈশিষ্ট্য হল, পশ্চিমবঙ্গের বিভিন্ন ধরনের বাংলা ভাষাকে তুলে ধরা হয়েছে এই গানের মাধ্যমে । যে অঞ্চলের বাংলা ভাষা যেরকম, সেই বাংলাকে তার মতো করেই উদযাপন করা হয়েছে । কলকাতা, কোচবিহার, মালদা, পুরুলিয়া, বীরভূম সমস্ত জেলার বাংলা ভাষার নিজস্ব যে স্টাইল তা উঠে এসেছে এই গানের মাধ্যমে । সঙ্গে এই সব জেলার নৃত্যের আঙ্গিক ।

ছৌ নাচ, গম্ভীরা, রবীন্দ্রনৃত্য, রাজবংশী, টুসু, বাউল-এইভাবে সমস্ত জেলার আঞ্চলিক নৃত্যের মেলবন্ধন ফুটে উঠেছে এই গানের মাধ্যমে । কোরিওগ্রাফির দায়িত্বে রিকি এবং অদিতি । গানটি গেয়েছে অরিজ মাইতি, শুভাঙ্গি বসু, সন্মার্গ ঘোষ, সৌরিশ চন্দ্র, আয়ুস্মিতা দে, অহনা ঘোষ । গানের সঙ্গে নাচের ব্যবহার অনবদ্য । নৃত্যে অংশগ্রহণ করেছে একদল খুদে প্রজন্ম ।

ABOUT THE AUTHOR

...view details