পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

সাদা ফুলস্লিভ ঢিলেঢালা টি-শার্ট, মাথায় পনিটেল; কেমন লাগছে পাঠানকে? - SHAH RUKH KHAN - SHAH RUKH KHAN

SRK at Airport: মাথায় পনিটেল, চোখে রোদচশমা, ফুলস্লিভ ঢিলেঢালা টি-শার্ট পরে দাঁড়িয়ে রয়েছেন শাহরুখ। একেবারে 'ঝুমে জো পাঠান' গানের বিখ্যাত সেই লুকে বিমানবন্দরে ক্যামেরাবন্দি হলেন বাদশা ৷

SRK at Airport
SRK at Airport

By ETV Bharat Bangla Team

Published : Apr 5, 2024, 1:52 PM IST

মুম্বই, 5 এপ্রিল:দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ গ্যালারি থেকে তাড়িয়ে উপভোগ করেছেন কেকেআর মালিক শাহরুখ খান ৷ নাইট শিবিরের টানা তিনবার জয়ে আনন্দে আত্মহারা বলিউডের বাদশা ৷ ম্যাচ শেষে প্রত্যেক খেলোয়াড়কে জড়িয়ে ধরে কাছে টেনে নিয়েছেন পাঠান ৷ এবার তাঁকে মুম্বই বিমানবন্দরে অন্যরূপে দেখা গেল ৷ সাদা ফুলস্লিভ ঢিলেঢালা টি-শার্ট ও চোখে রোদচশমা পরে মাথায় পনিটেল বেঁধে ক্যামেরাবন্দি হলেন ৷ জানা গিয়েছে, তিনি বিশাখাপত্তনম থেকে ফিরেছিলেন ৷ সেখানেই তাঁকে এই অবতারে দেখা যায় ৷

উল্লেখ্য, ইডেনে বরাবর ম্যাচের শেষে মাঠে নামতে দেখা যায় শাহরুখ খানকে। কেকেআরকে সমর্থনের জন্য মাঠ ঘুরে দর্শকদের কৃতজ্ঞতা জানাতে দেখা যায় শাহরুখকে। তবে শুধু যে দর্শকদের উদ্দেশ্যে হাত নেড়ে, চুমু ছুড়ে অভিবাদন স্বীকার করতে দেখা যায় নাইট মালিককে তা কিন্তু নয় ৷ নিজেদের দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের জয়ের দিনে অভিনন্দন জানাতে ও ব্যর্থতায় উদ্দীপ্ত করতে ভোলেন না শাহরুখ। এমনকী ভাইজ্যাগের মাঠে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্ত, কুলদীপ যাদব, ইশান্ত শর্মাকে আদর করেও কাছে টেনে নিতে দেখা গিয়েছে ৷

তবে শাহরুখ খান এমন একজন ব্যক্তিত্ব, যিনি শুধু নিজের দলের ক্রিকেটার মধ্যে জনপ্রিয়, এমনটা নয় মোটেও। বরং ফ্র্যাঞ্চাইজি নির্বিশেষে সব ক্রিকেটারদের কাছেই প্রিয় কিং খান। কেন তিনি প্রতিপক্ষ দলের খেলোয়ারদের কাছেও গ্রহণযোগ্য, তার প্রমাণ মিলল আরও একবার।

এদিকে, শাহরুখ খানকে শেষবার কমেডি-ড্রামা 'ডানকি'তে দেখা গিয়েছে ৷ যার পরিচালক রাজকুমার হিরানি ৷ 'ডানকি'র আগে, তিনি অ্যাটলির প্রশংসিত অ্যাকশন মুভি জওয়ানে অভিনয় করেছিলেন, যা বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল ৷ শাহরুখ খানকে আগামীতে সুজয় ঘোষের অ্যাকশন ছবিতে দেখা যাবে। সেখানে তাঁর সঙ্গে তাঁর মেয়ে সুহানা খান থাকবে। এই মাস থেকেই মুম্বইতে এই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা ৷

আরও পড়ুন:

  1. ক্রিকেট মাঠে ফের বিতর্কে শাহরুখ, ইডেনের হসপিটালিটি বক্সে ধূমপানরত 'জওয়ান'!
  2. শনিবার ইডেনে শাহরুখ, ক্লাসেন-ট্রাভিসদের বাউন্সি উইকেটে ফলতে চায় নাইটরা
  3. সৌরভের সামনেই নাইটদের 'দাদাগিরি', জয়ের হ্যাটট্রিকে পয়লা নম্বরে কেকেআর

ABOUT THE AUTHOR

...view details