মুম্বই, 5 এপ্রিল:দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ গ্যালারি থেকে তাড়িয়ে উপভোগ করেছেন কেকেআর মালিক শাহরুখ খান ৷ নাইট শিবিরের টানা তিনবার জয়ে আনন্দে আত্মহারা বলিউডের বাদশা ৷ ম্যাচ শেষে প্রত্যেক খেলোয়াড়কে জড়িয়ে ধরে কাছে টেনে নিয়েছেন পাঠান ৷ এবার তাঁকে মুম্বই বিমানবন্দরে অন্যরূপে দেখা গেল ৷ সাদা ফুলস্লিভ ঢিলেঢালা টি-শার্ট ও চোখে রোদচশমা পরে মাথায় পনিটেল বেঁধে ক্যামেরাবন্দি হলেন ৷ জানা গিয়েছে, তিনি বিশাখাপত্তনম থেকে ফিরেছিলেন ৷ সেখানেই তাঁকে এই অবতারে দেখা যায় ৷
উল্লেখ্য, ইডেনে বরাবর ম্যাচের শেষে মাঠে নামতে দেখা যায় শাহরুখ খানকে। কেকেআরকে সমর্থনের জন্য মাঠ ঘুরে দর্শকদের কৃতজ্ঞতা জানাতে দেখা যায় শাহরুখকে। তবে শুধু যে দর্শকদের উদ্দেশ্যে হাত নেড়ে, চুমু ছুড়ে অভিবাদন স্বীকার করতে দেখা যায় নাইট মালিককে তা কিন্তু নয় ৷ নিজেদের দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের জয়ের দিনে অভিনন্দন জানাতে ও ব্যর্থতায় উদ্দীপ্ত করতে ভোলেন না শাহরুখ। এমনকী ভাইজ্যাগের মাঠে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্ত, কুলদীপ যাদব, ইশান্ত শর্মাকে আদর করেও কাছে টেনে নিতে দেখা গিয়েছে ৷