পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং মিলিয়ে দিল খান ত্রয়ীকে, অস্কারজয়ী গানে পা মেলালেন শাহরুখ-সলমন-আমির - Anant Ambani Radhika Merchant

Khans on the Dance Floor: ছবির পর্দায় না হলেও বলিউডের তিন খানকে একসঙ্গে নাচতে দেখে চোখ-মন দুটোই ভরল দর্শক ও অনুরাগীদের ৷ অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং সেরেমনিতে এ যেন এক বলিউডের ঐতিহাসিক মুহূর্ত ৷

Etv Bharat
মঞ্চে বলিউডের তিন খান

By ETV Bharat Bangla Team

Published : Mar 3, 2024, 9:47 AM IST

Updated : Mar 3, 2024, 12:23 PM IST

হায়দরাবাদ, 3 মার্চ: কবি বলে গিয়েছেন 'মেলাবেন তিনি মেলাবেন' ৷ কবিতার সেই রেশ ধরে বলা যায়, সত্যিই বলিউডের তাবড় তাবড় পরিচালক যা করাতে পারেননি, তা করে দেখাল অম্বানি পরিবার ৷ মঞ্চে বলিউডের তিন খান, শাহরুখ, সলমন ও আমির নাচছেন একসঙ্গে ৷ শুধু তাই নয়, প্রাদেশিকতার বেড়াজাল ভেঙে বলিউডের সঙ্গে সূক্ষ্মভাবে মিশে গেল দক্ষিণী ছবিও ৷ 'নাতু নাতু' গানে খান ত্রয়ীর নিজেদের আইকনিক ডান্স মুভ শুধু অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মুগ্ধ করল না, অবাক করল বিশ্বকেও ৷

অম্বানি পরিবারের ছোট ছেলের বিয়েতে একটুকরো জামনগর এখন চর্চায় আন্তর্জাতিক স্তরে ৷ অনুষ্ঠানের প্রথম দিন পপ তারকা রিহানার গানের একাধিক ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ 2 মার্চ ছিল অনুষ্ঠানের দ্বিতীয় দিন ৷ এদিন প্রি-ওয়েডিং গালায় রামচরণ ও জুনিয়ার এনটিআর অভিনীত এসএস রাজামৌলি পরিচালিত 'আরআরআর' ছবির জনপ্রিয় তথা অস্কারজয়ী গান 'নাতু নাতু'র সিগনেচার স্টেপ দেখালেন বলিউডের কিং খান, ভাইজান ও মিস্টার পারফেকশনিস্ট ৷ সেই ভিডিয়ো এখন সোশাল মিডিয়ায় 'হট কেক' ৷ তিন খানকে এই গানের অনুষ্ঠানে দেখা গিয়েছে কুর্তা-পাজামায় ৷

তিন খানের নাচের হুক স্টেপও বেশ মজাদার ৷ কারণ প্রতিটা স্টেপ একে অপরকে অনুকরণ করছিলেন তিনজনই ৷ যেমন শাহরুখ খানকে দেখা যায়, 'নাতু নাতু' গানের সঙ্গে 'ছাইয়া ছাইয়া' স্টেপ করতে, সলমন খানকে দেখা যায় 'জিনে কে হ্যায় চারদিন' গানের আইকনিক টাওয়েল ডান্স করতে ৷ অন্যদিকে আমির খানকে দেখা যায় 'মস্তি কি পাঠশালা' গানের হুকস্টেপ করতে ৷ এরপর বাদশাকে দেখা যায়, 'পাঠান' ছবির টাইটেল ট্রাকে নাচ করতে ৷ ফলে বিনোদনের ট্রিপল ডোজ এদিন উপস্থিত অতিথিদের উপহার দেন বলিউডের খানেরা ৷

এদিনের অনুষ্ঠানে আবার সঞ্চালকের ভূমিকাতেও দেখা গিয়েছে এসআরকে'কে ৷ দিলজিৎ দোসাঞ্জকে তিনি মঞ্চে ডাকেন সকলকে গানে শোনানোর জন্য ৷ এইভাবেই নাচে গানে জমে উঠেছিল অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠান ৷ তিন খানের পাশাপাশি এদিনের অনুষ্ঠানে দেখা গিয়েছে, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদবানি, করিনা কাপুর খান, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, সারা আলি খান, ইব্রাহিম আলি খান, অনন্যা পাণ্ডে, আদিত্য রয় কাপুর, রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, রণবীর কাপুর ও আলিয়া ভাট-সহ দেশ-বিদেশের একাধিক বিজনেজ টাইকুন ও খেলোয়াড়রা ৷

Last Updated : Mar 3, 2024, 12:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details