হায়দরাবাদ, 22 অগস্ট: কিছুদিন আগেই ধারাবাহিকের শিশুশিল্পী হিসাবে যারা পরিচিত মুখ, তাঁদের বাবা-মায়ের সন্তানের ভবিষ্যত নিয়ে চিন্তা প্রকাশ করেছিলেন ৷ ইটিভি ভারতকে উদিতা মুন্সী, লাড্ডু, অনুমেঘা কাহালির অভিভাবকরা জানিয়েছিলেন আরজি করের ঘটনা তাঁদের সন্তানরা পুরোপুরি না বুঝলেও অন্যায় করলে যে প্রতিবাদ করতে হয়, সেটা বুঝেছে ৷ সন্তানকে সেই শিক্ষায় শিক্ষিত করার ডাক এবার অভিনেত্রী অপরাজিতা আঢ্য-মানসী সিনহারও ৷ সোশাল মিডিয়ায় হলেন সরব ৷
এদিন সকলের সোশাল মিডিয়ার ওয়ালে একটি পোস্ট ঘুরে বেড়ায় ৷ যে পোস্টে লেখা, "আমার সন্তান যেন থাকে দুধেভাতে নয় প্রতিবাদে ৷" এমন পোস্ট সামনে আসতেই বোঝা যাচ্ছে মায়েরা চাইছেন সন্তানদের শিক্ষিত করা হোক এইভাবেই ৷ একটা সময় একটা সময়ে যখন মেয়েদের চুপ থাকতে শেখানো হত বা ছেলেদের সমস্যা দেখলে সরে আসার শিক্ষা দেওয়া হত, এখন সেখান থেকেই সরতে চাইছেন অনেক বাবা-মায়েরা ৷ অভিনেত্রী অপরাজিতা আঢ্য, পরিচালক মানসী সিনহা বা অভিনেত্রী পিঙ্কির মতো সন্তানও যাতে প্রতিবাদ করতে পারে, সেই শিক্ষা দিতে চাইছেন আরও অনেকেই ৷
এদিকে, বেশ কয়েকদিন ধরেই তারকারা প্রতিবাদে সামিল হলেও তা নিয়ে বিতর্ক হয়েছে ৷ সেলেবদের অন্দরমহলেই অনেকেই তারকাদের চুপ না থাকা, মিছিলে না হাঁটা ইত্যাদি নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ এই অবস্থায় সেই সব কিছু ভুলে গণ আন্দোলন চালিয়ে যাওরা বার্তা দিলেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী ৷ তিনি সোশাল মিডিয়ায় লেখেন, "দেখুন আমাদের সম্মিলিত আন্দোলন, প্রতিবাদ যত দানা বাঁধছে তত কিছু মানুষ অবান্তর প্রসঙ্গ তুলে পুরো ইস্যুটাকে গুলিয়ে দিতে চাইছেন। পুলিশ প্রশাসন শাসক গোষ্ঠীও সেটাই চায়। পুরো ব্যাপারটা গুলিয়ে যাক, আন্দোলনের আসল ইস্যুটা চাপা পড়ুক, আমরা অবান্তর ইস্যু নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা বাঁধাই এবং তারপর পুজো চলে আসুক, অথবা অন্যকিছু। সতর্ক থাকুন। পাহাড়ায় থাকুন। তিলোত্তমার প্রতি আমাদের দায় এত সহজে মেটার না।..."
পাশাপাশি, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও ফের নামছেন রাজপথে ৷ 24 অগস্ট শনিবার স্কটিশ চার্চ কলেজের প্রাক্তনীদের প্রতিবাদ মিছিলে পা মেলাতে চলেছেন তিনিও ৷ বিকেল 5.30 মিনিটে হেদুয়া থেকে শ্যামবাজার পর্যন্ত হবে প্রতিবাদ মিছিল ৷ যাতে সেই মিছিলে সকলে যোগ দেন তাঁর আহ্বান জানিয়েছেন পরিচালক ৷