কলকাতা, 22 ফেব্রুয়ারি: বাংলার লোক সংস্কৃতিকে আরও চাঙ্গা করতে দোহার এবং লোপামুদ্রা মিত্রর উদ্যোগে 'সহজ পরব' এক অন্যতম অনুষঙ্গ । যা এবার সপ্তম বর্ষে পা দিতে চলেছে । শনিবার অর্থাৎ 22 ফেব্রুয়ারি ও 23 ফেব্রুয়ারি ইন্ডিয়ান মিউজিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে 'সহজ পরব'- এর সপ্তম সংস্করণ ।
প্রাণের শহর কলকাতার সাংস্কৃতিক মানচিত্রে অন্যতম এবং জনপ্রিয় এই 'সহজ পরব' । দোহার এবং লোপামুদ্রা মিত্র প্রোডাকশনের উদ্যোগে আয়োজিত এই উৎসবে আফ্রিকান সুরের রেশ থেকে বাংলার কীর্তন, মধ্যপ্রদেশের কাওয়ালি থেকে বাউল-ফকির অনসস্বল, আওয়ধি -ভোজপুরি গান থেকে তাল বাদ্যের ম্যাজিকে জাকির হোসেনকে স্মরণ করে নেওয়া হবে । এই সব মিলে তৈরি হবে এক অসাধারণ ঐকতান ।
দু'দিনের এই পরবের প্রথম দিন (বিকেল 4টে থেকে) এই বাংলার বর্ষীয়ান শিল্পী কানাই দাস বাউলকে সম্বর্ধনা দেওয়া হবে 'সহজ পরব' সম্মানে । এর পরে থাকছে উস্তাদ জাকির হোসেন স্মরণে 'ইঁয়াদো কা সফর' । অংশগ্রহণে জাকির হোসেনের ভাই ও দীর্ঘদিনের সহশিল্পীরা । থাকবেন উস্তাদ ফজল কুরেশি, উস্তাদ তৌফিক কুরেশি, পণ্ডিত যোগেশ শামসি, সাবির খান, সূত্রধর পণ্ডিত তন্ময় বোস । আওয়াধি-ভোজপুরি লোকসঙ্গীতে বিদূষী মালিনী আওয়াস্তির কণ্ঠ শুনবে শ্রোতা ।
দ্বিতীয় দিন (23 ফেব্রুয়ারি, বিকেল 5টা ) থাকছে বাউল-ফকির অনসম্বল । অংশগ্রহণে অর্জুন খ্যাপা, স্বপন অধিকারী, নূর আলম, আমানত ফকির । পরে গুজরাতের সিদি গোমা । পরিবেশনায় সিদি ধামাল ডান্স গ্রুপ । আফ্রিকান সুরের রেশ পাওয়া যাবে ওঁদের সঙ্গীতে । এরপর মধ্যপ্রদেশের মুনাওয়ার মাসুমের কণ্ঠে কাওয়ালি । সবশেষে হরিনাম সংকীর্তন দিয়ে 'সহজ পরব' সিজন সাতের পরিসমাপ্তি ঘটবে ।