পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'লরেন্স বিষ্ণোইকে পাঠাব নাকি?' সলমন খানের বাবাকে প্রাণনাশের হুমকি - Woman threatens Salman Khan father - WOMAN THREATENS SALMAN KHAN FATHER

Salim Khan gets Death Threat: সাত সকালে দুশ্চিন্তার পাহাড় সলমন খানের পরিবারে ৷ প্রাতঃভ্রমণের সময় প্রাণনাশের হুমকি সলমনের বাবা সেলিম খানকে ৷ লরেন্স বিষ্ণোইয়ের নাম করে হুমকি এক মহিলার ৷

Salim Khan gets Death Threat
সলমন খানের বাবাকে মৃত্যু হুমকি (আইএনএস)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 19, 2024, 1:57 PM IST

Updated : Sep 19, 2024, 2:21 PM IST

মুম্বই, 19 সেপ্টেম্বর: সলমন খানের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর পর এবার সরাসরি প্রাণনাশের হুমকি ৷ লরেন্স বিষ্ণোইয়ের নাম করে সলমন খানের বাবা সেলিম খানকে হুমকি এক মহিলার ৷ জানা গিয়েছে, এক ব্যক্তির স্কুটারে চড়ে বোরখা পড়া এক মহিলা সেলিম খানের সামনে আচমকাই এসে দাঁড়ান ৷ অভিযোগ, এরপরেই তাঁকে হুমকির স্বরে বলেন, "লরেন্স বিষ্ণোইকে পাঠাব নাকি?" ঘটনায় ইতিমধ্যেই দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ ৷

বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন প্রাতঃভ্রমণে বেরোন স্ক্রিনরাইটার সেলিম খান ৷ বুধবারও তিনি হাঁটতে বেরিয়ে বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ড প্রমনেডে বসেন ৷ তারপরেই দুই অভিযুক্ত আচমকাই হুমকি দেন বলে জানা গিয়েছে ৷ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে, তাঁরা মজার ছলে নাকি এমনটা করেছেন ৷

এক পুলিশ অফিসার বলেন, "স্কুটারে এক ব্যক্তি ছিলেন ৷ পিছনে বোরখা পরে বসেছিলেন এক মহিলা ৷ তাঁরা সেলিম খানকে বসে থাকতে দেখেন ৷ এরপর স্কুটার ইউটার্ন করিয়ে চিত্রনাট্যকার সেলিম খানের সামনে আসেন ৷ এরপরেই গাড়ি থামিয়ে তাঁকে প্রশ্ন করেন, জেলবন্দি গ্যাংস্টার লরেন্সকে ডাকবে নাকি?"

হুমকি দেওয়ার পরেই তাঁরা সেখান থেকে পালিয়ে যান ৷ এই ঘটনার পরেই সেলিম খানের বডিগার্ড বুধবারই বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তদন্তে নামে পুলিশ ৷ এরপর অভিযুক্তদের আটক করা হয় ৷ জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানিয়েছেন, মজা করার জন্যই তাঁরা এই কাজ করেছেন ৷ অন্য কোনও উদ্দেশ্য ছিল না ৷ পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ ৷ উল্লেখ্য, এর আগে সলমন খানের বাড়ির লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ৷

Last Updated : Sep 19, 2024, 2:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details