হায়দরাবাদ, 29 অগস্ট: 'ম্যায় হু হিরো তেরা...' গান গেয়ে সঙ্গীত দুনিয়া কাঁপিয়ে দিয়েছিলেন সলমন খান ৷ এবার তাঁর গলায় শোনা গেল আরও এক রোমান্টিক গান ৷ তবে এবার তিনি আর একা নন, সঙ্গী হিসাবে পেলেন বোনপো অগ্নিকে ৷ 'ইউ আর মাইন' মুক্তির পরেই ভাইরাল নেটপাড়ায় ৷ গানে ব়্যাপার হিসাবে নিজের প্রতিভা সামনে আনলেন অয়ন অগ্নিহোত্রী ৷
অয়ন অতুল-আলভিরা অগ্নিহোত্রীর ছেলে ৷ মিউজিক ভিডিয়োতে গান গাওয়ার পাশাপাশি লিরিক্স লেখাতেও সহযোগিতা করেছেন সলমন ৷ গানের কথা লিখেছেন সঞ্জীব চতুর্বেদী ৷ মিউজিক ভিডিয়োর শুরুতে দেখা যায়, অয়ন, সলমন খানকে নতুন গান নিয়ে উৎসাহ দিচ্ছেন ৷ যেখানে তিনিও মামার সঙ্গে কাজ করবেন ৷ সলমন উত্তরে জানান একদিন সেটা নিশ্চই হবে ৷ প্রত্যুত্তরে অগ্নি জবাব দেন, 'একদিন আজ নয় কেন ?' এরপরেই শুরু হয় ভাইজানের গান ৷ ইতিমধ্যেই সঙ্গীত শিল্পী হিমেশ রেশমিয়া, অভিনেত্রী স্নেহা উল্লাল প্রতিক্রিয়া জানিয়েছেন কমেন্ট বক্সে ৷