পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

সামনের বছরের ঈদ রিলিজের সুখবর দিলেন সলমন, কী ফিল্ম ? - SALMAN KHAN EID 2025 RELEASE - SALMAN KHAN EID 2025 RELEASE

Salman Khan Eid 2025 Release: সলমন খান পরিচালক এ আর মুরুগাদসের সঙ্গে সিকন্দর নামে একটি নতুন চলচ্চিত্রে অভিনয় করতে চলেছেন ৷ ঈদের দিন এই সুখবর দিলেন তিনি ৷ ছবিটি 2025 সালের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ।

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Apr 11, 2024, 3:36 PM IST

Updated : Apr 11, 2024, 4:31 PM IST

হায়দরাবাদ, 11 এপ্রিল:সলমন খান ছাড়া ঈদ ভাবাই যায় না । ঈদের রিলিজে দাবাং, এক থা টাইগার এবং বজরঙ্গি ভাইজানের মতো সুপার ডুপার হিট ছবি উপহার দিয়ে ভক্তদের উন্মাদনা বাড়িয়েছেন বলিউডের সুলতান ৷ এবার সেই রেওয়াজে কিছুটা অন্যথা হয়েছে ৷ ঈদে কোনও ছবি মুক্তি পায়নি সলমনের ৷ তবে খুশির ঈদে অনুরাগীদের খুশি করার মতো খবর দিয়েছেন ভাইজান ৷ 2025 সালের ঈদে দারুণ উপহার নিয়ে তিনি হাজির হবেন দর্শকদের মাঝে ৷

একটি ইনস্টাগ্রাম পোস্টে অভিনেতা প্রখ্যাত পরিচালক এআর মুরুগাদসের সঙ্গে তাঁর আসন্ন চলচ্চিত্রের কথা জানিয়েছেন । 2025 সালের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা সেই ছবির ৷ সিকন্দর নামের সেই ছবিতে সলমন থাকছেন নাম ভূমিকায় ৷ তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলে খবরটি শেয়ার করে সলমন লিখেছেন, "ইস ঈদ বড়ে মিয়াঁ ছোট মিয়াঁ অওর ময়দান কো দেখো, অওর আগলি ঈদ সিকান্দার সে আ কর মিলো....আপনাদের সবাইকে ঈদ মোবারক !" অভিনেতা জানিয়েছেন, সাজিদ নাদিয়াদওয়ালা উপস্থাপিত সিকন্দরের পরিচালনা করছেন এআর মুরুগাদস ৷

সাজিদ নাদিয়াদওয়ালার মালিকানাধীন নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টের পৃষ্ঠপোষকতায় ছবিটি তৈরি করা হবে । তার অফিসিয়াল সোশাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করা একটি বিবৃতিতে সুপারস্টার তাঁর ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁদের অজয় দেবগনের ময়দান ও অক্ষয় কুমার, টাইগার শ্রফের বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁকে প্রেক্ষাগৃহে দেখতে উৎসাহিত করেছেন ।

সলমন ও মুরুগাদস অবশ্য এই প্রথম জুটি বাঁধছেন না ৷ দু'জন আগে একসঙ্গে একটি প্রকল্পে একসঙ্গে কাজ করেছেন ৷ পরিচালক এর আগে সলমনের 2014 সালের চলচ্চিত্র জয় হো-এর স্ক্রিপ্ট লিখেছিলেন, যা ছিল মুরুগাদসের তেলুগু ছবি স্ট্যালিনের রিমেক । সলমনকে সম্প্রতি টাইগার সিরিজের তৃতীয় কিস্তি টাইগার 3-তে দেখা গিয়েছে । অন্যদিকে, মুরুগাদস ধীনা, কাঠথি এবং স্ট্যালিন-সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে নিজের অবদান রেখেছেন ।

2008 সালে আমির খানের চলচ্চিত্র গজনী, একই নামের তামিল চলচ্চিত্রের হিন্দি রূপান্ত ৷ এটাই ছিল মুরুগাদোসের বলিউডে প্রথম কাজ ।

আরও পড়ুন:

  1. 'গোটা বিষয়টার কোনও মানে নেই', শিল্পার ভাইরাল ভিডিও নিয়ে অকপট ঋতুপর্ণা
  2. গল্প চুরির অভিযোগ, অজয়ের ময়দানের মুক্তিতে স্থগিতাদেশ আদালতের
  3. মুক্তির দু'বছর পর অবশেষে নন্দনে 'অপরাজিত'
Last Updated : Apr 11, 2024, 4:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details