মুম্বই, 16 জানুয়ারি: এযাত্রায় বেঁচে গেলেন সইফ আলি খান ৷ এলোপাথাড়ি আঘাতে মেরুদণ্ডে (স্পাইনাল কর্ড) গেঁথে গিয়েছিল 2.5 ইঞ্চির ছুরির ফলা ৷ একটা মাঝারি সাইজের পেরেক যেমন হয় ঠিক ততটাই ছুরির ফলা ঢুকে গিয়েছিল অভিনেতার স্পাইনাল কর্ডে ৷ যে কারণে স্পাইনাল ফ্লুয়েড (leaking spinal fluid) অনবরত বেরিয়ে যাচ্ছিল ৷ সঠিক সময়ে অস্ত্রোপচার করার ফলে রক্ষা পেলেন অভিনেতা ৷ অস্ত্রোপচার শেষ হওয়ার পরে সংবাদমাধ্যমের সামনে কথা বলেন লীলাবতী হাসপাতালের চিকিৎসক ৷
চিকিৎসক নীতিন ডাঙ্গে জানিয়েছেন, অস্ত্রোপচারের পর অভিনেতার অবস্থা স্থিতিশীল ৷ এখন তিনি বিপদমুক্ত রয়েছেন ৷ বৃহস্পতিবার ভোর রাতে সইফ আলি খানের ওপর অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি হামলা চালায় ৷ ছুরি দিয়ে অভিনেতাকে ছ'বার আঘাত করা হয় ৷ হাতের বাহুর পাশাপাশি পিঠের শিরদাঁড়া গুরুতর আঘাত লাগে ৷ অস্ত্রোপচারে অভিনেতার হাতে ও গলায় প্লাস্টিক সার্জারি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক ৷
চিকিৎসক ডাঙ্গে বলেন, "সইফ আলি খানকে রাত 2টো নাগাদ হাসপাতালে ভর্তি করানো হয় ৷ তাঁর ওপর কোনও অজ্ঞাচ পরিচয়ের ব্যক্তি হামলা চালায় ৷ অভিনেতা মেরুদণ্ডে ছুরির আঘাতে গুরুতর জখম হন ৷ অস্ত্রোপচার করে ছুরির সেই ফলা বের করা হয়েছে ৷ পাশাপাশি স্পাইনাল ফ্লুয়েড লিক করছিল ৷ তাও ঠিক করা হয়েছে ৷ হাতের দুটো জায়গায় গভীর ক্ষত হয়েছিল ছুরির আঘাতে ৷ পাশাপাশি ঘাড়ের কাছে ক্ষত হয় ৷ সেখানে প্লাস্টিক সার্জারি করা হয়েছে ৷ এখন তিনি সম্পূর্ণ সুস্থ আছেন ৷ তিনি এখন বিপদমুক্ত ৷ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন ৷"