হায়দরাবাদ, 17 জানুয়ারি: সইফ আলি খানের ওপর হামলার ঘনটায় মুম্বই পুলিশের জালে এক ব্যক্তি ৷ ইতিমধ্যেই তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে ৷ গতকালই মুম্বই পুলিশ জানিয়েছিল, অভিনেতার ওপর যে হামলা চালিয়েছে তাকে শেষবার বান্দ্রা স্টেশনের কাছে দেখা গিয়েছিল ৷ এরপরেই চিরুনি তল্লাশি শুরু করে পুলিশ ৷
সিসিটিভি ফুটেজে অভিযুক্তের ছবি দেখে শুরু হয় খোঁজ ৷ এরপর শুক্রবার সকালে এক সন্দেহভাজনকে আটক করে পুলিশ ৷ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে থানায় ৷ এই ব্যক্তিই কি আসল দোষী ? এক কোটি টাকা চেয়ে এই ব্যক্তিই কি সইফের ওপর হামলা চালিয়েছে ? নাকি অভিযুক্তের সঙ্গে যুক্ত ছিলেন ? একাধিক প্রশ্নের উত্তর পাওয়া যাবে পুলিশি জিজ্ঞাসাবাদের পরেই ৷
ঘটনার তদন্তে নেমে পুলিশের অনুমান, দুষ্কৃতী হামলার পর সইফের বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে যায় রেলস্টেশনে ৷ সেখান থেকে লোকাল ট্রেন ধরে প্রথমে ওই ব্যক্তি যায় বাসাই বিহার যায় ৷ সূত্রের খবর পেয়ে, পুলিশ বাসাই, নালাসাপোরা ও বিহারে তল্লাশি অভিযান শুরু করে ৷ এরপরেই এক ব্যক্তিকে আটক করা হয়েছে ৷
এর আগে পুলিশ জানিয়েছে, যে ব্লেড দিয়ে সইফের ওপর হামলা চালানো হয়েছিল ঘটনাস্থলে তার একটা টুকরো উদ্ধার হয়েছে ৷ বাকি অস্ত্রের খোঁজ চালাচ্ছে পুলিশ ৷ অন্যদিকে, হাসপাতালে ভাই সইফকে দেখতে সাত সকালে পৌঁছে যান সোহা আলি খান ৷ লীলাবতী হাসপাতালে এই মুহূর্তে আইসিইউতে ভর্তি রয়েছেন অভিনেতা ৷ পরিবারের সঙ্গে কথা বলে ও অভিনেতার স্বাস্থ্য দেখে তাঁকে জেনারেল ওয়ার্ডে দেওয়া হবে কি না, তা খতিয়ে দেখছেন চিকিৎসক ৷
হাম তুম অভিনেতার ওপর হামলার পর গতকালই মুম্বই পুলিশ তদন্তের জন্য 20 জনের একটি টিম তৈরি করে ৷ পাশাপাশি বাড়ির পরিচারিকা হামলার দিন রাতে কী হয়েছিল সেই বয়ান রেকর্ড করেছেন ৷ আপাতত, সইফের হামলাকারীকে গ্রেফতার করে কঠিন সাজা দেওয়া মূল লক্ষ্য মুম্বই পুলিশের ৷