মুম্বই, 16 জানুয়ারি: সইফ আলি খানের উপর দুষ্কৃতির হামলা ৷ ছুরি দিয়ে একাধিকবার আঘাত অভিনেতাকে ৷ গুরুতর জখম পতৌদি পুত্র ভর্তি লীলাবতী হাসপাতালে ৷ সেখানে তাঁর অস্ত্রোপচার চলছে বলে জানা গিয়েছে ৷
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, একাধিকবার অভিনেতার উপর ছুরি দিয়ে আঘাত করা হয়েছে ৷ যার মধ্যে দুটি আঘাত ভীষণই গুরুতর ৷ অন্যদিকে, পিআরের তরফেও এক বিবৃতি সামনে আনা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, "54 বছর বয়সী অভিনেতার উপর বাড়িতেই হামলা হয়েছে ৷ তিনি হাসপাতালে চিকিৎসাধীন ৷ সংবাদমাধ্যম ও অনুরাগীদের শান্ত থাকার অনুরোধ জানানো হচ্ছে ৷ এটা সম্পূর্ণ পুলিশি বিষয় ৷ প্রতিটা মুহূর্তের খবর সামনে আনা হবে ৷"
অন্যদিকে, করিনা কাপুর খানের টিমের তরফেও এক বিবৃতি সামনে আনা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, "সইফের হাতে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে ৷ তিনি হাসপাতালে চিকিৎসাধীন ৷ পরিবারের বাকি সদস্যরা নিরাপদে রয়েছেন ৷ আমরা সংবাদমাধ্যম ও অনুরাগীদের অনুরোধ জানাচ্ছি শান্ত থাকার জন্য ৷ পুলিশ ঘটনার তদন্ত করছে ৷ শুভাকাঙ্খীদের ধন্যবাদ ৷" |