পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

রূপমের নতুন গান 'আবার অরণ্যে', অভিনয়ে বিদেশিনী আলেকজান্দ্রা - new song

Rupam Islam's New Song: প্লুটো মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে এই 'আবার অরণ্যে' গানটির ভিডিয়ো। নর্থ বেঙ্গলের পাহাড়ে ঘেরা মনোরম পরিবেশে এই মিউজিক ভিডিয়োর শুটিং করা হয়েছে।

Rupam Islam's New Song
রূপমের এবারের নতুন গান 'আবার অরণ্যে'

By ETV Bharat Bangla Team

Published : Jan 30, 2024, 2:10 PM IST

Updated : Jan 30, 2024, 2:43 PM IST

কলকাতা, 30 জানুয়ারি:কিছুদিন আগেই50তম জন্মদিন উদযাপিত হল তাঁর। শহর কলকাতাতে বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে জন্মদিনের খুশি ভাগ করে নিলেন রূপম ইসলাম। আর জন্মদিনের আমেজ কাটতে না-কাটতেই তাঁর তরফ থেকে আসছে অনুরাগীদের জন্য নতুন গানের উপহার। প্লুটো এন্টারটেইনমেন্টের তরফে, সৌম্য ঋতের কথায় ও সুরে এক নতুন মিউজিক ভিডিয়োর জন্য একটি হৃদয়গ্রাহী গান গেয়েছেন রূপম ইসলাম। মিউজিক ভিডিয়োটির নাম 'আবার অরণ্যে'। প্রযোজনায় প্রতীক চক্রবর্তী ও প্লুটো এন্টারটেইনমেন্ট।

বিদেশিনী আলেকজান্দ্রা

প্লুটো মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে এই গানটির ভিডিয়ো। মিউজিক ভিডিয়োটির পরিচালনায় রয়েছেন জয়ব্রত দাশ। অভিনয় করেছেন ঋক চট্টোপাধ্যায়, আলেকজান্দ্রা টেলর, আত্মদীপ ঘোষ, মৌলিকা সাজোয়াল ও পায়েল রায়। মিউজিক ভিডিয়োর ক্যামেরার দায়িত্বে ছিলেন সুমন পারুই। নর্থ বেঙ্গলের পাহাড়ে ঘেরা মনোরম পরিবেশে এই মিউজিক ভিডিয়োর শুটিং করা হয়েছে। মিউজিক ভিডিয়োর পরিচালক জয়ব্রত এবিষয়ে বলেন, চারজন বন্ধু একটা রোড ট্রিপ প্ল্যান করে ডুয়ার্সের জঙ্গলে। তবে শহুরে জীবন থেকে দূরে একটু প্রাণ ভরে নেওয়া এই অভিযানের মাঝেই তাদের মধ্যে একজনের প্রাক্তন বিদেশিনী প্রেমিকা আসে সারপ্রাইজ দিতে।"

প্রযোজনায় প্রতীক চক্রবর্তী ও প্লুটো এন্টারটেইনমেন্ট

তিনি আরও বলেন, "পুরো রোড ট্রিপটাজুড়ে নিজেদের অসম্পূর্ণ প্রেমের পুরনো আবেগ খুঁজে পায় তারা। জঙ্গল, পাহাড়, বন্ধুত্ব আর প্রেম মিলেমিশে নিজেদের খুঁজে পাওয়ার এক অভিনব গল্প বলবে এই মিউজিক ভিডিয়ো।" অন্যদিকে, রূপম ইসলাম এনিয়ে বলেন, "আমি এই সময়ে যে ক'টা গান রেকর্ড করেছি, তারমধ্যে এই গানটা আমার বিশেষ প্রিয়। গানের কথা, সুর এবং সর্বোপরি গানের যে সাউন্ড অ্যারেনজমেন্ট করা হয়েছে তা এক কথায় অভিনব। এই অভিনবত্ব গানটাকে মানুষের খুব প্রিয় করে তুলবে বলেই আশা রাখছি। খুব তাড়াতাড়ি এই গান মুক্তি পেতে চলেছে, আশা রাখি আমার অন্যান্য গানের মতো এই গানটিও মানুষের খুব পছন্দ হবে।"

আরও পড়ুন:

  1. 'স্টেজ থেকে নামার পর সময় চাই, নাহলে প্রতিবাদ নেমেসিসের ভাষা হয়ে যাবে', মুখ খুললেন রকস্টার
  2. আগে জীবন নাকি আবদারের সেলফি? তারকা বলেই ট্রোলড! উত্তর খুঁজল ইটিভি ভারত
  3. রকস্টার রূপম ইসলামের 'আমি' মাতাবে ইতালির চলচ্চিত্র উৎসব
Last Updated : Jan 30, 2024, 2:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details