পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'লড়াইয়ের অপর নাম ঋত্বিক, থেকে গেলেন আড়ালে', চলচ্চিত্র উৎসবে পরিচালকের বায়োপিক জিতল সেরার তকমা - Ayodhya International Film Festival

Ritwik Ghatak Biopic: জীবনকালে পরিচালনা করেছেন মাত্র 8টি ছবি ৷ কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে সেই সব ছবি আজও প্রাসঙ্গিক ৷ পরিচালক ঋত্বিক ঘটকের বায়োপিক অযোধ্যা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পেল সেরার সম্মান ৷

Etv Bharat
চলচ্চিত্র উৎসবে ঋত্বিক ঘটকের বায়োপিক

By ETV Bharat Bangla Team

Published : Feb 6, 2024, 2:28 PM IST

কলকাতা, 6 ফেব্রুয়ারি: স্বনামধন্য অভিনেতা, খেলোয়াড়দের বায়োপিকের পাশাপাশি সিনেমা ইন্ডাস্ট্রির নয়া ট্রেন্ড পরিচালকদের বায়োপিক। ইতিমধ্যেই মানুষের মনে দাগ কেটেছে অনীক দত্ত পরিচালিত 'অপরাজিত'। এরপর নবীন পরিচালক শুভঙ্কর ভৌমিক বানালেন 'অলক্ষে ঋত্বিক'। কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের জীবনী এবার উঠে আসবে সিনেপর্দায় ৷ 'নাগরিক', 'অযান্ত্রিক', 'মেঘে ঢাকা তারা', 'সুবর্ণরেখা'র অভিভাবকের জীবনের নানা সময়ের কাহিনি উঠে এসেছে এই ছবিতে। দু'টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইতিমধ্যেই প্রদর্শন হয়েছে ছবিটির। সেরা ছবির বিভাগে জিতে নিয়েছে জুরি অ্যাওয়ার্ডও।

কেন ঋত্বিক ঘটকের বায়োপিক বানালেন নবীন পরিচালক শুভঙ্কর ভৌমিক? পরিচালক ইটিভি ভারতকে বলেন, "লড়াইয়ের অপর নাম ঋত্বিক ঘটক। তবু কেমন আড়ালেই থেকে গেলেন। সত্যজিৎ রায়ের কর্মকাণ্ড নিয়ে যখন সিনেমা হল, তখনই মনে হল ঋত্বিক ঘটক নয় কেন? তাই এই ছবি করার সিদ্ধান্ত নিই। যদিও আমি অনেকটাই নবীন। তাও তাঁকে নিয়ে কিছু বলার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করি।"

অযোধ্যা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে 'অলক্ষে ঋত্বিক'

পরিচালক আরও বলেন, "কিংবদন্তি পরিচালক সবমিলিয়ে আটটি ছবি বানিয়েছেন। প্রত্যেকটি বিষয় বৈচিত্রের গুণে উজ্জ্বল। সেই সব ক'টি নির্মাণের কাহিনি উঠে এসেছে আমাদের সিনেমায়। যে লড়াই উনি করে গিয়েছেন সারাটা জীবন, তা আমাদের শেখা উচিত। কাজ না পেয়ে অনেকেই ভেঙে পড়েন, আত্মহত্যার পথ বেছে নেন, নেশা করেন। তাঁদের ঋত্বিক ঘটকের জার্নি থেকে শেখা উচিত কীভাবে লড়াইটা চালিয়ে যেতে হয়।"

শুভঙ্কর জানিয়েছেন, ঋত্বিক ঘটকের ব্যক্তিগত জীবন এবং কর্মজীবন নিয়ে জানা সহজ ছিল না। ওর স্ত্রী সুরমা ঘটকের পাণ্ডুলিপি আর কিছু সাক্ষাৎকার ছিল সম্বল। সেগুলিকে এক জায়গায় এনেই তৈরি হয় চিত্রনাট্য। সবমিলিয়ে আটটি ছবি বানিয়েছিলেন পরিচালক ঋত্বিক ঘটক। সেই সময়ে বসে তিনি বলেছিলেন আজকের কথা। আর তাই তাঁর 'সুবর্ণরেখা' থেকে 'অযান্ত্রিক' আজও প্রাসঙ্গিক। ছবিতে ঋত্বিক ঘটকের ভূমিকায় অভিনয় করেছেন শিলাজিৎ। আর তাঁর স্ত্রী সুরমা ঘটকের চরিত্রে পায়েল সরকার।

চলচ্চিত্র উৎসবে 'অলক্ষে ঋত্বিক'

এই মুহূর্তে বিভিন্ন ফেস্টিভ্যালে ছবিটি ঘুরছে বলে জানা গিয়েছে। সম্প্রতি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে 'অলক্ষে ঋত্বিক'। পাশাপাশি 'অযোধ্যা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল'-এও দেখানো হয়েছে এই ছবি। জুরি সদস্যদের তরফে 'সেরা ছবি'র পুরস্কার জিতে নিয়েছে 'অলক্ষে ঋত্বিক'। পরিচালক জানিয়েছেন, আরও বেশ কিছু চলচ্চিত্র উৎসবে ঘোরার পর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'অলক্ষে ঋত্বিক'।

আরও পড়ুন:

1. সিনেমার প্রস্তাব দিতেই 'অ্যানিম্যাল' পরিচালকের ওপর চোটলেন কঙ্গনা

2.প্রকাশ্যে 'মার্ডার মুবারক' টিজার, কবে-কোথায় দেখতে পাবেন সাসপেন্স-থ্রিলার; জানালেন নির্মাতারা

3.'মন কিঁউ বহেকা রে বহেকা...' সুরের ভুবনে লতা-আশার যুগলবন্দি আলোড়ন তোলে আজও

ABOUT THE AUTHOR

...view details