পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

ছবি যেন কথা বলে! চিত্রশিল্পীদের ক্লিকে জীবন্ত প্রতিটা মুহূর্ত

কলকাতার বুকে আয়োজন করা হয়েছিল 'ওয়ার্ল্ড ফোটো কার্নিভাল'-এর ৷ 30টি দেশের আলোকচিত্রীদের অংশগ্রহণে অন্যরকম সন্ধ্যার সাক্ষী থাকল শহর কলকাতা ৷

Etv Bharat
চিত্রশিল্পীদের ক্লিকে জীবন্ত প্রতিটা মুহূর্ত (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : 4 hours ago

কলকাতা, 26 নভেম্বর: দেশ-বিদেশের চিত্রশিল্পীদের সেরা ছবি একছাদের তলায় দেখার সুযোগ করে দিয়েছিল 'রেট্রো কলকাতা ম্যাগাজিন' ৷ শহরের বুকে আয়োজন করা হয় ‘ওয়ার্ল্ড ফটো কার্নিভাল 2024’। নজরুল তীর্থ-তে আয়োজিত এই এই কার্নিভ্যালে প্রদর্শিত হয় নানা রাজ্যের স্থির চিত্র শিল্পীদের তোলা জীবন্ত সব ছবি ৷ কার্নিভাল শেষে সেরার তালিকায় জায়গা করে নেন কুড়ি জন চিত্রশিল্পী ৷

ভারতবর্ষের নানা রাজ্য তো বটেই, 30টি দেশের ফোটোগ্রাফাররা অংশগ্রহণ করেন এই ফোটো কার্নিভ্যালে ৷ শুধু ফোটোগ্রাফি নয়, পেইন্টিং, ফ্যাশন, মিউজিক সব কিছু নিয়েই কাজ করে এই 'রেট্রো কলকাতা'। অনলাইনের মাধ্যমে নানা দেশ থেকে 2000 জন শিল্পী রেজিস্ট্রেশন করান ৷ তার মধ্যে থেকে বেছে নেওয়া হয় 144 জন শিল্পীকে। সেখান থেকে বেছে নেওয়া হয় 20 জনকে বিজয়ীকে ৷ তাঁরা আবার অংশগ্রহণ করবেন বেনারসের একটি ফোটো এগজিবিশনে।

ওয়ার্ল্ড ফোটো কার্নিভাল (ইটিভি ভারত)

সেখানে যাঁরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থান অধিকার করবেন তাঁরা অংশগ্রহণে করবেন ইতালির একটি এগজিবিশনে। এমনটাই জানিয়েছেন 'রেট্রো কলকাতা'র চেয়ারম্যান চন্দন পাল ৷ মূলত, কার্নিভ্যালে প্রদর্শিত হয়েছে ফিরদৌস মিস্ত্রি, ড.সিজার সেনগুপ্ত, লোপামুদ্রা তালুকদার, অঞ্জন ঘোষ-সহ বহু প্রতিষ্ঠিত আলোকচিত্রীর তোলা ছবি।

মা দুর্গা থেকে শুরু করে নারী, প্রাকৃতিক সৌন্দর্য, গ্রাম্য জীবন, শৈশবের সাফল্য, দারিদ্র‍্য স্থিরচিত্রের মাধ্যমে প্রতিটা ফ্রেম যেন জ্বলন্ত দলিল হিসাবে ধরা দিয়েছে এই প্রদর্শনীতে ৷ রঙ-তুলির ক্যানভাস নয়, চিত্রের মাধ্যমে কোথাও ধরা পড়েছে সাদা কালো, কোথাওবা রঙিন আবার কোথাওবা আলো আঁধারি জীবন ৷ প্রদর্শনী ঘিরে আয়োজিত সেমিনারে উঠেও আসে আলোকচিত্রীদের নানান অভিজ্ঞতার কথা।

কার্নিভালে জন বিজয়ীরা হলেন, প্রকাশ তিলোকানি, অনুরাধা চট্টোপাধ্যায়, সিন্টো কে আন্ত, সৈয়দ আয়ান আলি শাহ, মিলিন্দ সিরসাত, অনুপম থোম্বরে, হিমাদ্রি ভুইয়াঁ, বিশ্বনাথ রবিকান্ত, শিবরাজ নাসি, ছন্দকা সেশু, পৃথ্বীশ কুমার রায়, মিঠুন নারায়ণ, সারা বারদত্তি, মোনা সিং, জর্জ ফারিরা, অরুণ আর হেগডেন, নিতিন শ্রীবাস্তব, শচীন পাওয়ার, ড. শ্রীমন্ত রায়, শ্রুতি বনসল।

ABOUT THE AUTHOR

...view details