পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

সুযোগ বন্দ্যোপাধ্যায়ের কমিক্স আসছে বড় পর্দায়, হাজির রাপ্পার লুক - RAPPA ROY O FULL STOP DOT COM

সুযোগ বন্দ্যোপাধ্যায়ের কমিক্স অবলম্বনে আসছে 'রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম' ৷ হাজির হল রাপ্পার লুক ৷

ETV BHARAT
সুযোগ বন্দ্যোপাধ্যায়ের কমিক্স আসছে বড় পর্দায় (ছবির পোস্টার)

By ETV Bharat Entertainment Team

Published : Feb 4, 2025, 7:43 PM IST

কলকাতা, 4 ফেব্রুয়ারি:মুক্তির পথে বাংলা ছবি 'রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম'। ইতিমধ্যেই হাজির হয়েছে মুখ্য চরিত্রাভিনেতা অর্পণ ঘোষাল-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনেতাদের লুক ।

সুযোগ বন্দ্যোপাধ্যায়ের কমিক্স নিয়ে কাজ করছেন পরিচালক ধীমান বর্মন । একগুচ্ছ স্টার কাস্ট নিয়ে শুটিং শুরু হয়েছে এই ছবির । ছবিতে মুখ্য চরিত্রে অর্থাৎ রাপ্পা রায়ের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা অর্পণ ঘোষাল । ছবির অন্যান্য সব চরিত্রে অভিনয় করছেন অলিভিয়া সরকার, সৌরভ দাস, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, দেবাশিস মণ্ডল, দেবাশিস রায়, রজতাভ দত্ত, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, সুজন মুখোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, লিজা গোস্বামী, পুষাণ দাস, সব্যসাচী চৌধুরী-সহ অন্যান্যরা । ক্রাইম, কমেডি, ফ্যান্টসি সবকিছু নিয়েই 'রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম'।

হাজির রাপ্পার লুক (ছবির পোস্টার)

এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ডলফিন । সেই চরিত্রে দেখা যাবে অভিনেত্রী অলিভিয়া সরকারকে । পরিচালক ধীমান বর্মন জানান, "'রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম' নিয়ে কাজ করার ইচ্ছা বহুদিন থেকে ছিল । অনেক কিছু প্ল্যান করে এই ছবি নিয়ে এগোচ্ছি । কমেডি থেকে ফ্যান্টসি সব কিছু থাকবে এই ছবিতে । সেই অনুযায়ী আমরা শুরু করছি । ছবির অনেকটা অংশের শুটিং হয়ে গিয়েছে । রাপ্পা সিকুয়েল-এর জন্য আমরা অডিশন শুরু করেছি । ছবিতে রাপ্পা চরিত্রে অর্পণ ঘোষালকে আশা করছি দর্শকের ভালো লাগবে ।"

ছবির সিনেমাটোগ্রাফি করছেন অনুজিৎ কুণ্ডু, মিউজিকের দায়িত্বে রয়েছেন সমিধ মুখোপাধ্যায় । ছবির শুটিং হচ্ছে কলকাতা শহরে ও কলকাতার বাইরে । 'ধীমান বর্মন প্রোডাকশনস'- এর ব্যানারে মুক্তি পাবে এই ছবি ।

ABOUT THE AUTHOR

...view details