হায়দরাবাদ, 23 ফেব্রুয়ারি: রূপকথার মতো বিয়ে হল রাকুলপ্রীত সিং ও জ্যাকি ভাগনানির ৷ গোয়ার সমুদ্র কিনারে নোনা হাওয়ায় সূর্যাস্তের গোধূলি আলোয় চার হাত এক হয়েছে প্রেমিক জুটির ৷ সেই ছবির পর এবার নবদম্পতি শেয়ার করেছেন বিয়ের বিশেষ ভিডিয়ো ৷ সঙ্গীত সেরেমনি থেকে মেহেন্দি, গায়ে হলুদ থেকে বিয়ে-নানা মুহূর্তের সেই কোলাজ অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন তারকা জুটি ৷
মিষ্টি সেই বিয়ের ভিডিয়োতে ব্যাকগ্রাউন্ডে গান হিসাবে ব্যবহার করা হয়েছে 'বিন তেরে' ৷ মজার বিষয় হল, বিয়ের ভিডিয়োতে যে গান ব্যবহার করা হয়েছে তাতে সুর দেন জ্যাকি স্বয়ং ৷ শুধু তাই নয়, এই গানে গালও মেলান তিনি ৷ রাকুল-জ্যাকি সেই ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "শুধু তুমি বা আমি নই, এখন থেকে আমরা ৷"
ভিডিয়োতে দেখা গিয়েছে, তাঁদের বিশেষ দিনের মজাদার, আনন্দের নানা মুহূর্ত ৷ রাকুল-জ্যাকির বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল মুম্বইয়ের বাড়িতেই ৷ সেখানে তাঁরা উদযাপন করেছেন 'ঢোল নাইট' ৷ এরপর তাঁরা যান সিদ্ধিবিনায়ক মন্দিরে ৷ সেখানে তাঁরা ভগবানের চরণে বিয়ের কার্ড অপর্ণ করেন ও ভগবানের আশীর্বাদ নেন ৷
এরপর তাঁরা পৌঁছে যান দক্ষিণ গোয়ায় ৷ প্রথমে মলদ্বীপে বিয়ে করার কথা ভাবলেও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে ভারতের বিচেই বিয়ের সিদ্ধান্ত নেন রাকুল-জ্যাকি ৷ সেখানেই পরিবার ও কাছের বন্ধুদের সঙ্গে নিয়ে গায়ে হলুদ, মেহেন্দি ইত্যাদি বিয়ের নিয়ম পালন করেন তাঁরা ৷ বিয়েতে উপস্থিত ছিলেন অভিনেত্রী ভূমি পেদনেকরও ৷ বিয়ের সাজ হিসেবে রাকুল বেছে নিয়েছিলেন গোল্ডেন-ক্রিম রঙের লেহেঙ্গা ৷ ছিল সামঞ্জস্য রেখে সোনা ও কুন্দনের গয়না ৷ রাকুল ও জ্যাকির পোশাক ডিজাইন করেছেন তরণ তাহিলানি ৷ আনন্দ কারজ ও সিন্ধি মতে বিয়ে হয়েছে তাঁদের ৷ এবার মুম্বইয়ে গ্র্যান্ড রিসেপশন পার্টি হবে বলে জানা গিয়েছে ৷