কলকাতা, 30 সেপ্টেম্বর: আরজি কর বিতর্ককে কেন্দ্র করে তৈরি ছবি ৷ সমালোচনার মুখে পড়তেই মুক্তি পাচ্ছে না প্রান্তিক চক্রবর্তী পরিচালিত এবং রাজন্যা হালদার অভিনীত বাংলা শর্ট ফিল্ম ‘আগমনী: তিলোত্তমাদের গল্প’। সোমবার রাজন্যা এবং তাঁর বন্ধু প্রান্তিক চক্রবর্তী মেইল করে বিষয়টি তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে জানিয়েছেন বলে জানা গিয়েছে।
এই ব্যাপারে প্রান্তিক চক্রবর্তী ইটিভি ভারতকে বলেন, "বিষয়টা সুপ্রিম কোর্টে উত্থাপিত হয়েছে। যেহেতু সুপ্রিম কোর্ট জুডিসিয়াল সিস্টেম তাই বিষয়টা সাব জুডিসিয়াল আওতায় চলে আসছে। আমাদের দলের অভিভাবকেরা আমাদের বুঝিয়েছেন। এই সময়ের জন্য এই ছবিটা নিয়ে আসা ঠিক নয় ৷ এটা পক্ষে বিপক্ষের ছবি নয়। আমরা তাই সার্বিকভাবে বিচার বিবেচনা করে ছবিটার মুক্তি আপাতত স্থগিত করলাম । বুধবার রিলিজ করছে না এই ছবি ৷ পরে ভাবব কবে রিলিজ করা যায়।"
আরজি কর-কাণ্ড নিয়ে এই ছবি বানিয়েছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ-সভাপতি প্রান্তিক চক্রবর্তী। ছবির যে পোস্টার সমাজমাধ্যমে প্রকাশিত হয়, সেখানেও লেখা ছিল এই ছবি নির্মিত হয়েছে ‘আরজি কর ঘটনার পটভূমিতে’। মুখ্য চরিত্রে ডাক্তারের বেশে মাথায় মুকুট পরে পোস্টারে ধরা দিয়েছিলেন তৃণমূল ছাত্র পরিষদের যাদবপুর-ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সহ-সভানেত্রী রাজন্যা হালদার। স্বল্পদৈর্ঘ্যের এই ছবিকে ঘিরে প্রথম থেকেই বিতর্কের মুখে পড়েন রাজন্যা এবং প্রান্তিক। তৃণমূল ছাত্র পরিষদ থেকে সাসপেন্ড করা হয় দু’জনকেই।
প্রথমে 2 অক্টোবর ছবির মুক্তির দিন স্থির হলেও রবিবার তাঁরা ইমেলে লেখেন, “বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে, বিষয়টির সংবেদনশীলতার কথা মাথায় রেখে এবং বিচারবিভাগীর প্রক্রিয়ার অংশীদার হিসাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, এই মুহূর্তে স্বল্পদৈর্ঘ্যের ছবিটি প্রকাশ করব না। আমরা এই সিনেমাটির মুক্তি স্থগিত রাখছি।” উল্লেখ্য, স্বল্পদৈর্ঘ্যের এই ছবির বিষয়টি সোমবার সুপ্রিম কোর্টের আরজি কর মামলার শুনানিতেও ওঠে।
নির্যাতিতার পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের কাছে ছবিটির মুক্তির উপর স্থগিতাদেশে নির্দেশ চেয়ে আবেদন করেন। যদিও প্রধান বিচারপতি জানান, ওই ছবিটি বন্ধের নির্দেশ দিতে হলে শুনানির প্রয়োজন রয়েছে। তখন বৃন্দা আবেদনে জানান, সমাজমাধ্যমে নজরদারি চালানোর জন্য নোডাল অফিসার নিয়োগ করা হোক। নির্যাতিতার ছবি-সহ তথ্য দেখলে তা মুছে ফেলার জন্যও আর্জি জানান তিনি।