গুজরাত, 29 ফেব্রুয়ারি: শুরু হয়েছে বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিং ৷ গুজরাতের জামনগরের বাড়িতে মুকেশ অম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি- ওয়েডিং আসর বসেছে ৷ ইতিমধ্যেই সেখানে আসতে শুরু করেছেন দেশ-বিদেশের নামজাদা অতিথিরা ৷ দেশের অন্যতম ধনী ব্যবসায়ী মুকেশ ও নীতা অম্বানির কনিষ্ঠ পুত্রে বিবাহের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন হলিউড পপ-স্টার রিহানা ৷ অম্বানি-পুত্রের বিয়েতে পারফর্ম করতেও দেখা যাবে তাঁকে ৷
2018 সালে ঈশা অম্বানি ও আনন্দ পিরামলের প্রি ওয়েডিং অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন আমেরিকার পপস্টার বিয়ন্সে ৷ এবার কনিষ্ঠ পুত্র অনন্ত অম্বানির প্রি-ওয়েডিং অনুষ্ঠানের মঞ্চ মাতাবেন পপ-তারকা রিহানা ৷ অর্জুন কাপুর ও মালাইকা আরোরাও উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে ৷
এছাড়াও উপস্থিত হয়েছেন বলিউড তারকা রণবীর কাপুর, আলিয়া ভাট ও তাদের মেয়ে রেহা ৷ এদিন তারকাদের উপস্থিতিতে ঝলমলে গুজরাত বিমানবন্দর ৷ নীতু কাপুরকেও এদিন নিতে অনন্ত ও রাধিকার সঙ্গে সেলফি নিতে ৷ বলিউডের অন্যতম ডিজাইনার মণীশ মালহোত্রাকে এদিনের প্রি-ওয়েডিং অনুষ্ঠানে অংশ নিতে দেখা গিয়েছে ৷ দেশের অন্যতম ধনী ব্যবসায়ীর কনিষ্ঠ পুত্রের বিয়ের প্রি-ওয়েডিং অনুষ্ঠান জামনগরের বাড়িতে হচ্ছে ৷ 12 জুলাই বিয়ের অনুষ্ঠানে মাধ্যমে সম্পন্ন হবে এই অনুষ্ঠান ৷ এদিন প্রি-ওয়েডিং সেরেমনি শুরুর আগে অনন্ত-রাধিকা করলেন অন্নসেবা ৷