পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

হাজার পর্ব পার! 13 বছর ধরে 'দিদি নম্বর ওয়ান' রচনা

দেখতে দেখতে হাজার পথ অতিক্রম করে ফেল জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নম্বর 1 ৷ রাজনীতির পাশাপাশি টেলিভিশনের পর্দাতেও মন কাড়লেন রচনা বন্দ্যোপাধ্যায় ৷

Didi No 1  season 9
'দিদি নম্বর ওয়ান' রচনা (PR Handout)

By ETV Bharat Entertainment Team

Published : 4 hours ago

হায়দরাবাদ, 2 ডিসেম্বর: সালটা 2009 ৷ টেলিভিশনের পর্দায় শুধুমাত্র মেয়েদের জন্য নতুন এক গেম শো শুরু হয় ৷ ছেলেরাও অংশগ্রহণ করতে পারে কারোর দাদা-ছেলে-বাবা বা স্বামী হিসাবে ৷ দিদি নম্বর ওয়ান ৷ এহেন অনুষ্ঠান বাংলা টেলিভিশনের দুনিয়ায় 15 বছর ধরে তৈরি করে নতুন মাইলস্টোন ৷

এবার দিদি নম্বর 1-এর নবম সিজনও পার করেছে হাজার এপিসোড ৷ 25 নভেম্বর থেকে আনন্দের এই জার্নির উদযাপন শুরু হয়েছিল ৷ পয়লা ডিসেম্বর টেলিকাস্ট হয়েছে রিয়েলিটি শোয়ের এক হাজার এক পর্ব ৷ বিশেষ অতিথিদের উপস্থিতিতে নাচে-গানে-খেলায় জমজমাট ছিল এই অনুষ্ঠান ৷

শোয়ের পরিচালক অভিজিৎ সেন বলেন, "এই রিয়েলিটি শো এখন দর্শকদের কাছে সমান জনপ্রিয় ৷ এটা শুধু মাত্র প্রোফেশনাল অ্যাচিভমেন্ট নয় ৷ এই শোয়ের সঙ্গী গভীরভাবে আত্মিক যোগও তৈরি হয়েছে ৷ এই সাফল্য গোটা টিমের ৷ পাশাপাশি রচনা বন্দ্যোপাধ্যায়ের কারণে এই শো আরও ভরসা জুগিয়েছে মানুষের মনে ৷"

হাজার পর্ব পার জনপ্রিয় রিয়েলিটি শোয়ের (PR handout)

অভিনেত্রী তথা সঞ্চালক রচনা বলেন, "দিদি নম্বর ওয়ান-এর অংশ হতে পেরে আমি খুব খুশি ৷ এক অসাধারণ জার্নি উপভোগ করেছি ৷ এত বছর ধরে দর্শকদের যে ভালোবাসা পেয়ে আসছি তার জন্য কৃতজ্ঞ ৷ আসলে এই উদযাপন সকল মহিলাদের নিয়ে যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন, সকল পরিবারকে নিয়ে যারা অন্যরকম মুহূর্ত উপহার দিয়েছেন ৷"অনুষ্ঠানের সাফল্য নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন চিফ ক্লাস্টার অফিসার সম্রাট ঘোষ ও বিজনেস হেড নবনীতা চক্রবর্তী ৷ 15 বছর ধরে দিদি নম্বর ওয়ান দর্শকদের ড্রয়িংরুমে যেভাবে জায়গা করে নিয়েছে তা দেখে আবেগতাড়িত সকলেই ৷

ABOUT THE AUTHOR

...view details