পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

বক্সঅফিসে পার 1 হাজার 800 কোটি, 'দঙ্গল'কে টক্কর দিতে আর কত দরকার 'পুষ্পা 2'র ? - PUSHPA 2 BOX OFFICE DAY 29

বক্সঅফিসে দাপিয়ে বেড়াচ্ছে আল্লু অর্জুনের 'পুষ্পা 2' ৷ প্রভাসের 'বাহুবলি 2' ছবি পড়েছে পিছনে ৷ টক্কর দিতে পারবে 'দঙ্গল'কে ?

Pushpa 2 Box Office Collection Day 29
'পুষ্পা 2' (মুভি পোস্টার)

By ETV Bharat Entertainment Team

Published : Jan 3, 2025, 1:52 PM IST

হায়দরাবাদ, 3 জানুয়ারি:এ যেন শেষ থেকে শুরু ৷ আল্লু অর্জুন-সুকুমার জুটির 'পুষ্পা 2: দ্য রুল' ক্রিসমাস আবহে বক্সঅফিসে যে ঝড় তুলেছিল নতুন বছরে এসেও তা অব্যাহত ৷ জুটির সাফল্যের শিখর সত্যিই অবাক করার মতো ৷ 29তম দিনেও ছবি ঘরে তুলছে টাকা ৷

  • পুষ্পা 2 বক্সঅফিস কালেকশন 29তম দিন

29তম দিনে ভারতীয় সিনে বাজারে ছবির আয় বেড়েছে প্রায় 60 শতাংশ ৷ বক্সঅফিসে সাফল্যের যে পতাকা সুকুমার-আল্লু অর্জুন জুটি উড়িয়েছেন তা নজরকাড়া ৷ 'বেবি জন', 'মার্কো', 'ইউআই'-এর মতো ছবি মুক্তির পরেও দর্শক ছুটছে 'পুষ্পা 2' ছবির দিকে ৷

স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, 29তম দিনে 'পুষ্পা 2' আয় করেছে 5.1 কোটি টাকা ৷ হিন্দি ভার্সনে ছবির আয় 3.75 কোটি টাকা ৷ তেলুগু ভার্সনে আয় হয়েছে 1.18 কোটি টাকা ৷ তামিল থেকে এসেছে 15 লাখ ও কন্নড়-মালয়লম থেকে এসেছে 1 লাখ টাকা ৷

  • পুষ্পা 2 হিন্দি মার্কেট

'পুষ্পা 2' ভারতে আয় করে ফেলেছে 1 হাজার 189.5 কোটি টাকা ৷ চতুর্থ সপ্তাহেই ছবির আয় হয়েছে 69.75 কোটি টাকা ৷ তার মধ্যে শুধুমাত্র হিন্দি থেকেই এসেছে 778.4 কোটি টাকা ৷ তেলুগু ভার্সন থেকে এসেছে 331.81 কোটি টাকা ৷

  • ওয়ার্ল্ডওয়াইড আয় 1799 কোটি টাকা

আন্তর্জাতিক বাজারে 'পুষ্পা 2' ক্রমশ রেকর্ড ভেঙে চলেছে ৷ প্রযোজনা সংস্থা মাইথিরি মুভি মেকার্স জানিয়েছে গ্লোবালি ছবির পকেটে এসেছে 1799 কোটি টাকা ৷ ফলে 'বাহুবলি 2' (1788 কোটি টাকা)-র মোট আয়কে অতিক্রম করে দ্বিতীয় স্থানে পাকাপাকি জায়গা করে নিয়েছে 'পুষ্পা 2' ৷

দঙ্গল ছবির আয় টপকাতে পারবে ?

বক্সঅফিসে যেভাবে এগিয়ে চলেছে আল্লু অর্জুনের ছবি তাতে এখন প্রশ্ন উঠেছে আমির খানের 'দঙ্গল' ছবির বক্সঅফিস টপকাতে পারবে এই ছবি ? 2070.3 কোটি টাকা আয় করে আমির খানের ছবি রয়েছে প্রথম স্থানে ৷ জানুয়ারি একাধিক ছবি রয়েছে মুক্তির অপেক্ষায় ৷ সেখানে কি 'পুষ্পা' নিজের জায়গা ধরে রাখতে পারবে, সেটাই এখন দেখার ৷

ABOUT THE AUTHOR

...view details