পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

ঝুকেগা নেহি 'পুষ্পা', প্রতিযোগিতাকে ডোন্ট কেয়ার আল্লু অর্জুনের ছবির - PUSHPA 2 BOX OFFICE COLLECTION

প্রতিযোগিতায় মুখে পড়েও বক্সঅফিসে হারিয়ে যায়নি আল্লু অর্জুনের 'পুষ্পা 2' ৷ ভারতে 18 শতাংশের বেশি বাড়ল আয় ৷ কত এল ঝুলিতে?

Etv Bharat
পুষ্পা 2 বক্সঅফিস (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Dec 23, 2024, 11:57 AM IST

হায়দরাবাদ, 23 ডিসেম্বর: 'মুফাসা: দ্য লায়ন কিং', 'ভিদুথলাই 2', 'ইউআই দ্য মুভি' ও চারটে বাংলা সিনেমা মুক্তির পরেও ভারতীয় বক্সঅফিসে জারি রয়েছে পুষ্পার দাপট ৷ 5 তারিখ মুক্তি পাওয়া এই ছবি 18 জিন ধরেও দর্শক জরবারে সমান জনপ্রিয় ৷

চলতি বছর ইতিমধ্যেই হাজার কোটির ক্লাবে ঢুকে পুষ্পা 2 ইতিহাস তৈরি করেছে ৷ এবার আরও এক রেকর্ড তৈরির অপেক্ষায় ৷ ভারতীয় বক্সঅফিসে 1100 কোটি পার করা এখন প্রধান লক্ষ্য় ৷

  • পুষ্পা 2 বক্সঅফিস কালেকশন 18তম দিন

ভারতীয় বক্সঅফিসে এই মুহূর্তে পুষ্পা 2 আয় করে নিয়েছে 1 হাজার 62.9 কোটি টাকা ৷ তৃতীয় রবিবার (18তম দিন) এই ছবির আয় হয়েছে 33.25 কোটি টাকা ৷ ইন্ডাস্ট্রি ট্র্য়াকার স্যাকনিল্ক অনুযায়ী, বক্সঅফিসে প্রতিযোগিতা থাকার পরেও ছবির আয় উইকেন্ডে বেড়েছে 34.34 শতাংশ ৷ বিশেষ করে দুপুর ও রাতের শোয়ে যথাক্রমে ভিড় বেড়েছে 62.96 ও 40.56 শতাংশ ৷ তেলুগু ভার্সনে ছবির দর্শক সংখ্যার রেট বেড়েছে 51.10 শতাংশ ৷ অন্যদিকে হিন্দিতে দর্শক সংখ্যার রেট 50.13 শতাংশ ৷

ছবি মুক্তির প্রথম সপ্তাহে আয় হয় 725.8 কোটি টাকা ৷ দ্বিতীয় সপ্তাহে ঘরে আসে 264.8 কোটি টাকা ৷ ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের মতে, বড়দিন ও নতুন বছরের আবহে এই ছবির আয় আরও উপর দিকে যাবে ৷

দিন/সপ্তাহ ভারতে নেট কালেকশন
প্রথম সপ্তাহ 725.8 কোটি টাকা
দ্বিতীয় সপ্তাহ 264.8 কোটি টাকা
16তম দিন 13.75 কোটি টাকা
17 তম দিন 24.75 কোটি টাকা
18 তম দিন 33.25 কোটি টাকা (সম্ভাব্য অনুমান)
মোট 1062. 9 কোটি টাকা

প্রসঙ্গত, উত্তর ভারতে ছবির প্রেক্ষাগৃহ নিয়ে কিছু সমস্যা তৈরি হয়েছিল ৷ খবর অনুযায়ী, পিভিআর, আইনক্স-এর মতো প্রেক্ষাগৃহগুলি থেকে ছবি নামিয়ে নেওয়া হয়েছিল ৷ মতানৈক্যের কারণে এমনটা হয় বলে জানা যায় ৷ পরে অবশ্য সমস্যা মিটে যায় ৷ প্রেক্ষাগৃহগুলিতে আবার দেওয়া হয় পুষ্পা 2 ৷

সুকুমার পরিচালিত ও মাইথিরি মুভি মেকার্স প্রযোজিত ছবি একের পর এক রেকর্ড তৈরি করে চলেছে ৷ আল্লু অর্জুন ছাড়াও রশ্মিকা মন্দানা, ফাওহাদ ফাসিল, ধনঞ্জয়, রাও রমেশ, সুনীল, অজয় ঘোষ অভিনীত ছবি নতুন আর কোন কোন নজির তৈরি করে, নজর সেই দিকে ৷

ABOUT THE AUTHOR

...view details