হায়দরাবাদ, 12 ফেব্রুয়ারি: সিনে দুনিয়ায় চল্লিশ বছর পার করে ফেলা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখন আক্ষরিক অর্থে প্রৌঢ়। তবুও প্রতিনিয়ত নিজেকে আরও ভালো করে তোলা বা আরও ভালো চরিত্র পাওয়ার আকাঙ্খা দুর্নমনীয়। শুধু অভিনয়ের খিদেতে নিজেকেই ভাঙছেন না। সকলের প্রিয় বুম্বাদা তৎপর বাংলা সিনেমাকে এক অন্য উচ্চতায় নিয়ে যেতেও।
গত দু'দিন হায়দরাবাদের প্রসাদ প্রিভিউ থিয়েটার যেন হয়ে উঠেছিল কলকাতার নন্দন ৷ এখানেই বসেছিল ষষ্ঠ তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালের আসর ৷ বাংলা সিনেমা উদযাপনে মেতে উঠেছেন কলকাতা থেকে 1500 কিলোমিটার দূরে থাকা প্রবাসী বাঙালিরা ৷ জানা গিয়েছে, বাংলা থেকে এত দূরে এই অনুষ্ঠানের অন্যতম হোতা প্রসেনজিৎ নিজেই। তার পরামর্শেই এই চলচ্চিত্র উৎসবের আয়োজন শুরু করেছিল হায়দরাবাদ বাঙালি সমিতি।
বাংলা নয়, ভারতের সিনেমা...
বারবার জানালেন আমি বাংলা সিনেমা করি না। আমি করি ইন্ডিয়ান সিনেমা। আমরা প্রত্যেকেই তাই করি। শুধুমাত্র ভাষা এবং অঞ্চলের গণ্ডিতে বেঁধে রাখলে সিনেমা কখনোই এগোবে না। শুধু তাই নয়, ডিস্ট্রিবিউটার প্রডিউসারের সমস্যাকে দূরে ঠেলে বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ায় তার লক্ষ্য, জানালেন 'ইন্ডাস্ট্রি' ।
হায়দরাবাদের স্মৃতি...