পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

পর্দায় ফিরছেন কাকাবাবু, বদলে যাচ্ছেন সন্তু; এবারের গল্প 'বিজয়নগরের হিরে' - BIJAYNAGARER HIRE

কাকাবাবু হিসাবে এবারও বড়পর্দায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ৷ তবে বদলে ঘটছে সন্তু চরিত্রের মুখে ৷ সেই ভূমিকায় অর্ঘ্য বসু রায় ৷

Bijaynagarer Hire
শুভ মহরত হয়ে গেল 'বিজয়নগরের হিরে' ছবির (নিজস্ব ছবি)

By ETV Bharat Entertainment Team

Published : Feb 22, 2025, 2:08 PM IST

Updated : Feb 22, 2025, 9:42 PM IST

কলকাতা, 22 ফেব্রুয়ারি: মহরত সুসম্পন্ন । প্রায় তিন বছর পর বড় পর্দায় ফিরছেন কাকাবাবু ও সন্তু । এর আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় চরিত্র কাকাবাবু'কে নিয়ে তিনটি ছবি দেখে ফেলেছে দর্শক । এবারে আরও একটির পালা ।

কাকাবাবু'র ভূমিকায় এবার যথারীতি দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে । তবে, বদলে যাচ্ছেন সন্তুর ভূমিকার অভিনেতা । বদল ঘটছে ছবির পরিচালকেরও । এবারের কাহিনি 'বিজয়নগরের হিরে' । ছবিটি বানাবেন চন্দ্রাশিস রায় । মনে করিয়ে দিই, এর আগে প্রসেনজিৎকে নিয়ে চন্দ্রাশিস বানিয়েছেন তাঁর প্রথম ছবি 'নিরন্তর ।

মহরতে উপস্থিত ছবির কলাকুশলীবরা (নিজস্ব ছবি)

শুক্রবার প্রযোজনা সংস্থা এসভিএফ-এর অফিসে ছবির জমকালো মহরত অনুষ্ঠিত হল । হাজির ছিলেন 'কাকাবাবু' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-সহ ছবির সঙ্গে যুক্ত কলাকুশলীরা । 2013 সালে মুক্তি পায় এই প্রযোজনা সংস্থার প্রথম কাকাবাবু-ছবি 'মিশর রহস্য' ।

প্রযোজনা সংস্থার অফিসে ছবির জমকালো মহরত (নিজস্ব ছবি)

2017 ও 2022 সালে মুক্তি পায় যথাক্রমে 'ইয়েতি অভিযান' এবং 'কাকাবাবুর প্রত্যাবর্তন' । অতীতে এই সিরিজে সন্তুর ভূমিকায় অভিনয় করেছিলেন আরিয়ান ভৌমিক । তবে এবার সন্তুর চরিত্রে আর তাঁকে দেখা যাবে না ৷ বরং এবার সন্তুর চরিত্রে অভিনয় করবেন অর্ঘ্য বসু রায় । এর আগে 'দাবাড়ু' ছবিতে গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের আলোকে তৈরি চরিত্রে অভিনয় করেন অর্ঘ্য ।

কাকাবাবু'র ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (নিজস্ব ছবি)
গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছে ব্রত বন্দ্যোপাধ্যায় (নিজস্ব ছবি)

অন্যদিকে 'বিজয়নগরের হিরে' ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছে 'হামি' খ্যাত ব্রত বন্দ্যোপাধ্যায় । ভুটু বা ভুটু ভাইজান নামে সকলের আদর পায় সে 'হামি'তে । এছাড়াও ছবিতে রয়েছেন সত্যম ভট্টাচার্য ।

শীঘ্রই শুরু হবে ছবির শুটিং (নিজস্ব ছবি)

জানা গেল, খুব শীঘ্রই শুরু হবে ছবির শুটিং । সৃজিতের পর কাকাবাবু ফ্র‍্যাঞ্চাইজির চতুর্থ সফরে দায়িত্ব পড়ল চন্দ্রাশিসের উপরে । বলাই বাহুল্য, বেশ বড় চ্যালেঞ্জের মুখে চন্দ্রাশিস । কারণ, কাকাবাবুকে ঘিরে দর্শকের আগ্রহ, উন্মাদনা ও আবেগ চিরকালের । তাই সেদিকে চন্দ্রাশিসের খেয়াল থাকবে বলে আশাবাদী প্রযোজনা সংস্থা ।

ছবিটির পরিচালনার দায়িত্বে থাকছেন চন্দ্রাশিস রায় (নিজস্ব ছবি)
Last Updated : Feb 22, 2025, 9:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details