পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

বড় হয়ে যাচ্ছে মেয়ে, সময়কে আকড়ে ধরে আবেগী প্রিয়াঙ্কা - priyanka chopra with malti marie

Priyanka spent time with daughter: দেখতে দেখতে দু'বছরের হয়ে গিয়েছে জোনাস পরিবারের খুদে সদস্য ৷ চোখের সামনে মেয়েকে এত তাড়াতাড়ি বড় হতে দেখে আবেগী মা প্রিয়াঙ্কা চোপড়া ৷ সোশাল মিডিয়ায় শেয়ার করলেন নিজের অভিব্যাক্তি ৷

Etv Bharat
সময়কে আকড়ে ধরে আবেগী মা প্রিয়াঙ্কা চোপড়া

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2024, 11:51 AM IST

হায়দরাবাদ, 27 ফেব্রুয়ারি:2022 সালের 15 জানুয়ারি বলিউডের দেশি গার্ল তথা নিক জোনাসের ঘরণী পা রাখেন নতুন এক জীবনে ৷ যে জীবন প্রতি মুহূর্তে হয়ে ওঠে আনন্দময় ৷ যেখানে নতুন সদস্যকে কোলে নিয়ে মাতৃত্বের স্বাদ পান প্রিয়াঙ্কা চোপড়া ৷ কারণ এই দিনেই নিক-প্রিয়াঙ্কার কোলে এসেছিল মালতি ম্যারি ৷ দেখতে দেখতে মেয়ের বয়স হয়েছে দু'বছর ৷ মেয়েকে নিয়ে সময় পরিবর্তনের সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন সিটাডেল অভিনেত্রী ৷

প্রিয়াঙ্কা দুটি ছবি শেয়ার করেছেন ৷ যার মধ্যে প্রথমটিতে দেখা গিয়েছে, ছোট্ট মালতি মায়ের কাছে নিশ্চিন্তে শুয়ে রয়েছে ৷ তাঁকে আলতো করে জড়িয়ে রয়েছেন মা প্রিয়াঙ্কা ৷ সদ্যোজাতর ছোট্ট হাত রয়েছে দেশি গার্লের ঠোঁটের কাছে ৷ অন্য একটি ছবিতে দেখা গিয়েছে মেয়ে মালতি ম্যারিকে জড়িয়ে রয়েছেন প্রিয়াঙ্কা ৷ মালতির পরনে সাদা ও গোলাপি রঙের পোশাক ৷ মালতি তাকিয়ে নীচের দিকে আর ক্যামেরার দিকে পোজ দিয়ে ছবি তুলেছেন পিগি চপস ৷ এই দুটি ছবি সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করে 'দ্য স্কাই ইজ পিঙ্ক' অভিনেত্রী ৷

সেই ছবিতে প্রিয়াঙ্কা ক্যাপশনে লিখেছেন, "সময় সত্যি বয়ে যায় ৷ এইভাবেই হল সপ্তাহের শুরু ৷ হ্যাশট্যাগ নস্টালজিয়া ৷" এই ছবি দেখে আবেগতাড়িত অনুরাগীরাও ৷ পিসির পোস্টে বয়ে গিয়েছে একাধিক মন্তব্য ৷ এক অনুরাগী লিখেছেন, "তুমি পৃথিবীতে সবচেয়ে সুন্দর মহিলা আর তোমার সঙ্গে কিউটেস্ট বেবি গার্ল ৷ আবার কেউ লিখেছেন, "কুইন ও তাঁর প্রিন্সেস ৷" কিছুদিন আগেই মেয়ের দু'বছরের জন্মদিন ধুমধাম করে পালন করেছেন নিক-প্রিয়াঙ্কা ৷ মন্দিরে পুজো দেওয়া থেকে পার্টি, সবেতেই স্টাইলিশ মালতি নজর কাড়ে নেটপাড়ায় ৷

অন্যদিকে, প্রিয়াঙ্কার কাজের দিকে নজর দিলে দেখা যায়, তাঁকে দেখা যাবে জন সিনার বিপরীতে 'হেডস অফ স্টেট' ছবিতে ৷ এছাড়াও হাতে রয়েছে ফারহান আখতার পরিচালিত 'জী লে জারা' ছবি ৷ যেখানে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা যাবে আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফকে ৷

ABOUT THE AUTHOR

...view details