পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

জন্মদিনে প্রকাশিত হল না প্রভাত রায়ের আত্মজীবনী 'ক্ল্যাপস্টিক', কারণ দর্শালেন মেয়ে - Director Prabhat Roy

Director Prabhat Roy Autobiography: কথা ছিল আজ জন্মদিনের দিন প্রকাশিত হবে প্রভাত রায়ের আত্মজীবনী 'ক্ল্যাপস্টিক' ৷ তবে আত্মজীবনী প্রকাশ হল না বৃহস্পতিবার ৷ কেন এমনটাই হল ইটিভি ভারতকে জানালোন মেয়ে একতা ৷

Prabhat Roy
প্রভাত রায়

By ETV Bharat Bangla Team

Published : Mar 7, 2024, 11:02 PM IST

কলকাতা, 7 মার্চ: আজ কিংবদন্তি পরিচালক প্রভাত রায়ের জন্মদিন । বাংলা ইন্ডাস্ট্রি সমৃদ্ধ তাঁর সৃষ্টিতে । সম্প্রতি নিজের আত্মজীবনী লিখেছেন তিনি । না ঠিক তিনি নন, প্রভাত রায় বলেছেন আর লিখেছেন তাঁর কন্যা একতা ভট্টাচার্য । আজ জন্মদিনেই প্রকাশিত হওয়ার কথা ছিল 'ক্ল্যাপস্টিক' নামের সেই বই । কিন্তু পরিচালকের অসুস্থতার কারণে বৃহস্পতিবার তা সম্ভব হয়নি । তবে একতা ইটিভি ভারতকে জানিয়েছেন, চলতি মাসেই বই প্রকাশিত হবে । দিনক্ষণ কয়েকদিন বাদে জানানো হবে । অসুস্থ অবস্থায় যখন পরিচালক হাসপাতালে চিকিৎসাধীন তখনও বই প্রকাশের দিন অপরিবর্তিত রেখেছিলেন একতা । তবে পরিচালকের শরীরের কথা ভেবেই আজ প্রকাশ করা যায়নি তাঁর বই বলে তিনি জানান ।

1983 সালে 'প্রতিদান' থেকে 2010 সালের 'হ্যাং ওভার', বাংলা চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করেছেন প্রভাত রায় । 2011 সালে বানিয়েছেন 'ভোরের আলো' ৷ আর 2015 সালে 'বিরাট 22'। প্রভাত রায় পরিচালিত 'প্রতিদান' থেকে 'শ্বেত পাথরের থালা', 'সেদিন চৈত্র মাস', 'লাঠি', 'যোদ্ধা', 'শুভদৃষ্টি', 'প্রতীক'-সহ অগণিত বাংলা ছবি আজও মনে রেখেছে বাঙালি । তিনি বানিয়েছেন একাধিক টেলিফিল্ম-সহ তিনটি বাংলা ধারাবাহিকও । হিন্দি সিনেমা 'জিন্দেগানি'র পরিচালকও প্রভাত রায় । দীর্ঘকাল পরিচালক শক্তি সামন্তর-সহকারী হিসেবে তিনি কাজ করেছেন 'বরসাত কি এক রাত', 'মেহবুবা', 'আনন্দ আশ্রম', 'অমানুষ', 'অনুসন্ধান', 'আজনবি', 'জুগনু'-সহ একাধিক হিন্দি ছবিতে ।

উল্লেখ্য, প্রভাত রায় অভিনয় করেন 'অভিমন্যু' এবং 'অমানুষ' ছবিতে । তাঁর পরিচালিত 'লাঠি' এবং 'শ্বেত পাথরের থালা' পেয়েছে জাতীয় পুরস্কার । এছাড়াও একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি । সিনেমা বানানোর দৌলতে রাহুল দেব বর্মন থেকে লতা মঙ্গেশকর সকলের সঙ্গেই সখ্যতা ছিল তাঁর । লতা মঙ্গেশকর তাঁর 'প্রতিদান' ছবিতে 'মঙ্গলদীপ জ্বেলে' গানটি গেয়েছিলেন বিনা পারিশ্রমিকে । শক্তি সামন্তর-সহ পরিচালক হিসেবে তাঁকে চিনতেন সুরসম্রাজ্ঞী । এরপর পরিচালক হিসেবে তাঁর আত্মপ্রকাশ দেখে খুশি হয়ে গানের পারিশ্রমিক নেননি তিনি ।

প্রসঙ্গত, দিনকয়েক আগে বেজায় অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হন প্রভাত রায় । এই মুহূর্তে তাঁর অবস্থা স্থিতিশীল । বাড়িতেই রয়েছেন তিনি । চিকিৎসকের পরামর্শেই কাটছে দিন । দিনকয়েকের মধ্যেই তাঁর বই প্রকাশের দিনক্ষণ জানা যাবে বলে জানিয়েছেন একতা ।

আরও পড়ুন:

  1. চলতে হবে ডায়ালিসিসের মধ্যে দিয়েই, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন প্রভাত রায়
  2. 'অসুর বলে ডাকতেন পঞ্চমদা', রাহুল দেব বর্মণের প্রয়াণ দিবসে স্মৃতিচারণায় প্রভাত রায়
  3. শীঘ্রই আসছে প্রবাদপ্রতিম পরিচালক প্রভাত রায়ের আত্মজীবনী 'ক্ল্যাপস্টিক'

ABOUT THE AUTHOR

...view details