পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

মুক্তির আগেই মাইলস্টোন, প্রভাসের 'কল্কি 2898 এডি'র ঝুলিতে নয়া রেকর্ড - Kalki 2898 AD Advance Booking

Prabhas starrer Kalki 2898 AD: মুক্তির আগেই বড় অ্যাচিভমেন্ট ৷ 27 জুন বড় পর্দায় আসছে এই বছরের বিগ বাজেটের সাইন্স ফিকশন ছবি 'কল্কি 2898 এডি' ৷ তার আগেই নাগ অশ্বিন ও প্রভাসের ছবি ছুঁয়ে ফেলল রেকর্ড ৷

Prabhas starrer Kalki 2898 AD
মুক্তির আগেই রেকর্ড 'কল্কি 2898 এডি'র (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 21, 2024, 3:37 PM IST

হায়দরাবাদ, 21 জুন:হলিউডের বিভিন্ন সাইন্স ফিকশন ছবিকে কি মাত দিতে পারবে ভারতীয় ছবি? মাইথোলজির প্রেক্ষাপটে তৈরি হওয়া নাগ অশ্বিন পরিচালিত 'ফিউচারেস্টিক' 'কল্কি 2898 এডি' সেই প্রত্যাশা জাগিয়েছে অনুরাগীদের মনে ৷ ফলে ছবি মুক্তির একসপ্তাহ আগেই অ্যাডভান্স বুকিংয়ে নয়া রেকর্ড প্রভাসের ছবির ঝুলিতে ৷

জানা গিয়েছে, মুক্তির আগে কল্কি উত্তর আমেরিকার দেশগুলিতে 2 মিলিয়ন ডলার আয় করে ফেলেছে ৷ যা নতুন রেকর্ড তৈরি করেছে৷ শুধু তাই নয়, প্রথম ভারতীয় ছবি হিসাবে 210টি আইম্যাক্সে শো বুক হয়ে গিয়েছে ৷ বলাই যায়, ভারতের পাশাপাশি, কল্কি ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে বিদেশের মাটিতেও ৷ অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন বড় পর্দায় প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান ও দীপিকা পাড়ুকোনের নয়া অবতার দেখার জন্য ৷

প্রভাসের পা ছুঁয়ে প্রণাম করতে যান বিগ বি, কেন ?

ইতিমধ্যেই ছবির প্রথম ট্রেলার আসতে 24 ঘণ্টায় ইউটিউবে তা দেখে নিয়েছেন 13 মিলিয়ন মানুষ ৷ এবার আসতে চলেছে ছবির দ্বিতীয় ট্রেলার ৷ প্রভাস নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্টার শেয়ার করেছেন ৷ যেখানে তিনি জানিয়েছেন শুক্রবার সন্ধ্যা 6টায় আসবে নতুন আর একটি ট্রেলার ৷ যা দেখতে অধীর অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা ৷ মূলত, চলতি বছরের 9 মে কল্কি মুক্তি পাওয়ার কথা ছিল ৷ তবে দেশের লোকসভা নির্বাচনের জন্য ছবি মুক্তির তারিখ পিছিয়ে যায় ৷ অবশেষে 27 জুন ছবি মুক্তি পেতে চলেছে ৷ যা দেখা যাবে আইম্যাক্স ও 3ডি-তেও ৷

অন্যদিকে, ছবির ভিএফএক্স ইতিমধ্যেই তাক লাগিয়েছে দর্শকদের ৷ যে ধরনের প্রযুক্তি এই ছবির শুটিংয়ে ব্যবহার করা হয়েছে, তা ভারতীয় খুব ছবিতেই দেখা গিয়েছে বলে মনে করছেন নেটিজেনরা ৷ ফলে 600 কোটি টাকা খরচ করে মোস্ট এক্সপেনসিভ ভারতীয় ছবির তালিকায় ঢুকে গিয়েছে কল্কি ৷ অষ্ট্রেলিয়াতে ছবির প্রথম দিনের টিকিট বিক্রি হয়ে গিয়েছে প্রায় পাঁচ হাজার ৷ যা থেকে আয় হয়েছে আনুমানিক 83 লাখ টাকা ৷ 2ডি ফরম্যাটের টিকিট বিক্রি হয়েছে সাড়ে তিন হাজারের উপরে ৷ আইম্যাক্সের টিকিট বিক্রি হয়েছে হাজারের উপরে ৷

'কল্কি 2898 এডি' ছবির চরিত্রদের পরিচয় এসেছে প্রকাশ্যে ৷ অমিতাভ বচ্চনকে দেখা যাবে অমর অশ্বত্থামার চরিত্রে ৷ প্রভাসের চরিত্রের নাম ভৈরব ৷ কমল হাসানকে দেখা যাবে সুপ্রিম ইয়াসকিন চরিত্রে ৷ অন্যদিকে, দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে সুমাথির চরিত্রে ৷ এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দিশা পাটানি, ম্রুণাল ঠাকুর, শোভানা ও বাংলার শ্বাশত চট্টোপাধ্যায় ৷ মিউজিকের দায়িত্বে রয়েছেন সন্তোষ নারায়ণ ৷ ভবিষ্যতে বিশ্বকে বাঁচাতে 'কল্কি' কোন অবতারে কীভাবে আসেন, তা জানা যাবে 27 জুন ৷

ABOUT THE AUTHOR

...view details