পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Exclusive: 'লোকগানই আমার রুটি রুজি...'- পৌষালী বন্দ্যোপাধ্যায় - POUSALI BANERJEE

লোকগানের পাশাপাশি এবার অন্য ধারার গান পৌষালী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে ৷ বছর শেষে আসছে নতুন গান ৷ জার্নি নিয়ে খোলামেলা আড্ডা ইটিভি ভারতে ৷

Etv Bharat
পৌষালী বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Dec 17, 2024, 11:19 AM IST

কলকাতা, 17 ডিসেম্বর: লোকগানের বাইরে বেরিয়ে একেবারে অন্য স্বাদের গান নিয়ে হাজির সঙ্গীত শিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায়। উচ্চাঙ্গ সঙ্গীতকে সম্বল করে 'তুমি বিনা' গানটি গেয়েছেন পৌষালী। ইটিভি ভারতের সঙ্গে নতুন এই গান নিয়ে আড্ডায় উঠে এলো নানা কথা।

শিল্পী বলেন, "আমি আমার মাটির গান বা লোকগানকে কিন্তু ছেড়ে দিইনি। ওটাই আমার সব। আমার রুটি রুজি ওখান থেকেই ৷ আজকাল কোনও অনুষ্ঠানে গিয়ে আমি লোকগানের পাশাপাশি পুরনো দিনের বাংলা গানও গাই । আমাকে কিন্তু কেউ অনুরোধ করেন না। কেননা আমার বিশ্বাস রবীন্দ্র সঙ্গীত, লোকগান, হিন্দি গান ছাড়াও এমন কিছু পুরনো বাংলা গান আছে যেগুলো শুনলেই মানুষ নড়েচড়ে বসেন। আর তা শুনে মানুষ বাহবা দেন।

আড্ডায় পৌষালী বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)

পৌষালী জানান, কীভাবে লোকগানের গানের পাশাপাশি অন্য গান শুনে চমকে গিয়েছেন দর্শক তথা শ্রোতারা ৷ অনুষ্ঠানে মাটির গানের পাশাপাশি সেই গান শোনানোরও আবদার আসে তাঁর কাছে ৷ শিল্পী বলেন, " মূলত পুরনো বাংলা গান মানুষ শুনতে ভালোবাসেন ৷ সেই জায়গা থেকেই এই গান সকলের জন্য নিয়ে আসার ইচ্ছে জাগে। মাটির গান শোনার পাশাপাশি মানুষ এই সব গান হঠাৎ করে আমার কণ্ঠে শুনে চমকে যান। পরে এগিয়ে এসে বলেন, লোকগানের পাশাপাশি এগুলোও গেও। মানে ধরো, এ শুধু গানের দিন এ লগন গান শোনাবার।..."

পৌষালী এরপর বলেন, "আমি গানটা স্ক্র‍্যাচ করার পর ইন্দ্রদীপ দাশগুপ্তকে শুনিয়েছিলাম। বলেছিলেন ইমম্যাচিওরড হয়েছে। আবার ঠিক করি। তারপর শোনাই। বলেন আগের থেকে ভালো। তারপর রেকর্ড করি। যারা রেকর্ড করেছে তারা সকলে বলেছে, কেউ যদি না জানে যে গানটা আমি গেয়েছি তা হলে নাকি সে বুঝতেই পারবে না যে গলাটা আমার।"

ABOUT THE AUTHOR

...view details