পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

বছর শেষে পৌষালীর উপহার, আসছে অন্য স্বাদের গান 'তুমি বিনা' - POUSALI BANERJEE

বছর শেষে নতুন গান উপহার দিতে চলেছেন লোকগান শিল্পী পৌষলী বন্দ্যোপাধ্যায় ৷ গায়িকার ইউটিউব চ্যানেলে আসছে অন্য ধারার নতুন গান ৷

Etv Bharat
পৌষলী বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : 8 hours ago

কলকাতা, 13 ডিসেম্বর: বাংলার লোকগানকে বিশ্ব মানচিত্রে অন্য স্তরে নিয়ে গিয়েছেন পৌষলী বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর গানে শ্রোতা যেন খুঁজে পায় মাটির গন্ধ ৷ এবার মুক্তি পেতে চলেছে শিল্পীর নতুন এক গান ৷ তারই প্রচারে সামাজিক মাধ্যমে ব্যস্ত গায়িকা।

নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে এবার এমন এক গান তিনি নিয়ে আসছেন যে গানে একেবারে অন্য ঘরানা রয়েছে। মুক্তি পেতে চলেছে ‘তুমি বিনা'। চলতি বছর পৌষালীর প্রতিশ্রুতি ছিল, নিজের ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে মানুষের কাছে লোকগানের বাইরে অন্য ধারার গান উপহার দেবেন। কথা রেখেছেন শিল্পী।

পৌষালী বলেন, "আমি যে ধরনের গান সাধারণত মানুষের কাছে পরিবেশন করে থাকি, এই গান তার চেয়ে অনেকটা আলাদা। সেমি ক্লাসিক্যাল সুরের মধ্যে দিয়ে এই গানের চলন, লোকগানের বাইরে আমার ব্যক্তিগতভাবে অন্য রকমের গান গাওয়ার ও শোনার একটা জগৎ আছে। এই গান আমার সেই জগতের প্রতি একটি শ্রদ্ধার্ঘ্য বলা যায়। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম ভিন্ন ধরনের গান নিয়ে আসব। আমার অন্যগান সিরিজের দ্বিতীয় গান হতে চলেছে এই মিউজিক ভিডিয়ো, আশা করি এই গান সকলের মন স্পর্শ করতে পারবে ।"

ইতিমধ্যেই ঈশান মিত্রের সঙ্গে জুটি বেঁধে প্রকাশ্যে এনেছেন গানের মিউজিক ভিডিও, 'তিন সত্যি করে বলছি, ভালোবাসি তোমায়…' ৷ আর এবার তিনি নিয়ে আসতে চলেছেন সেমি ক্লাসিক্যাল ঘরানার উপর ভিত্তি করে তৈরি গান 'তুমি বিনা'-র মিউজিক ভিডিয়ো। আগামী 16 ডিসেম্বর গানের ভিডিয়ো মুক্তি পাবে পৌষালীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। গানটির সঙ্গীত পরিচালক ও গীতিকার কৌস্তভ হাইত। গানের সঙ্গীত অনুষঙ্গ করেছেন রুদ্র ও মিক্সিং ও মাস্টারিং-এর দায়িত্বে রয়েছেন ঈশান মিত্র । মিউজিক ভিডিয়োর পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিষেক আগরওয়াল।

ABOUT THE AUTHOR

...view details