হায়দরাবাদ, 2 ফেব্রুয়ারি: মারা গেলেন জনপ্রিয় মডেল পুনম পাণ্ডে ৷ সোশাল মিডিয়ায় তাঁর টিমের তরফ থেকেই এই খবর প্রকাশ্যে আনা হয়েছে ৷ বৃহস্পতিবার রাতে জরায়ুর ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে জানা গিয়েছে ৷
টিমের তরফ থেকে মডেল পুনমের সোশাল হ্যান্ডেলে লেখা হয়েছে, "আজকের সকালটা আমাদের সকলের জন্য দুঃস্বপ্নের মতো ৷ এই খবর জানাতে খারাপ লাগছে যে, আমাদের প্রিয় পুনম সার্ভিক্যাল ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৷ প্রত্যেকের কাছে ভালোবাসার পাত্রী ছিলেন পুনম ৷ সকলের কাছে অনুরোধ জানাব, আমাদের এই কঠিন সময়ে পাশে থাকার জন্য ৷ দয়া করে আমাদের এই সময়টা তাঁর স্মৃতি নিয়ে থাকতে দিন ৷" ঘটনায় শোক প্রকাশ করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ৷ ইন্সটাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, "এটা সত্যি খারাপ খবর ৷ ক্যানসারে আক্রান্ত এত কম বয়সে একজনকে হারানো মেনে নেওয়া যায় না ৷ ওম শান্তি ৷"
খুব কম সময়ে মডেলের দুনিয়ায় নিজের বোল্ড অবতারে নজর কেড়েছিলেন পুনম ৷ তবে তিনি খবরের শিরোনামে আসেন বিশেষ একটি ভিডিয়ো শেয়ার করে ৷ যেখানে তিনি বলেছিলেন 2011 সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচে ভারত জিতলে তিনি নগ্ন হবেন ৷ তাঁর এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তুমুল আলোচনা শুরু হয় ৷ তারপর থেকে সোশাল মিডিয়ায় সেনসেশনাল হয়ে ওঠেন পুনম ৷ এরপর 2012 সালে আইপিএল সিজন 5-এ কলকাতা নাইট রাইডার্স জিতলে তিনি নিজের নগ্ন ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷
কাজের দিকে নজর দিলে দেখা যায়, তাঁকে শেষবার দেখা গিয়েছে 'লকআপ' নামের রিয়েলিটি শোয়ের প্রথম সিজনে ৷ কঙ্গনা রানাওয়াত ছিলেন সঞ্চালকের আসনে ৷ যদিও এই শো জিততে পারেননি পুনম ৷ তবে এই শোয়ের মধ্য দিয়ে তিনি লাখো অনুরাগীদের মনে জায়গা করে নিতে পেরেছিলেন ৷ পাশাপাশি 2013 সালে পুনম দেখা যায় অমিত সাক্সেনা পরিচালিত 'নাশা' ছবিতে ৷ যেখানে মুখ্যচরিত্রে দেখা যায় তাঁকে ৷ ব্যক্তিগত জীবনে তিনি খুব অল্প বয়সে বিয়ে করে সকলকে চমকে দিয়েছিলেন ৷ পরিচালক শ্যাম বম্বেকে বিয়ে করেন তিনি ৷ তবে সেই বিয়ে বেশিদিন টেকেনি ৷ স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য অত্যাচারের অভিযোগ আনেন পুনম ৷ এরপর 2020 সালেই শ্যামের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় পুনমের ৷