পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

বিয়ের এক বছর পার, বিবাহবার্ষিকীতে পরমব্রতকে বিশেষ উপহার পিয়ার

আজকের দিনেই বিয়ের বন্ধনে আবদ্ধ হন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। সামাজিক মাধ্যমে গানে গানে জানালেন বিবাহবার্ষিকীর শুভেচ্ছা ৷

Etv Bharat
বিয়ের এক বছর পার পরম পিয়ার (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 27, 2024, 6:34 PM IST

কলকাতা, 27 নভেম্বর: বিয়ের এক বছর পার করলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। সামাজিক মাধ্যমে একে অপরের প্রতি ভালোবাসার প্রকাশ তারকা দম্পতির। প্রথম বছরের বিবাহ বার্ষিকীতে স্বামীকে গান উপহার দিলেন স্ত্রী পিয়া। দুজনেই গান পিয়াসী, গান গাইতে ভালোবাসেন।

গত বছর এই দিনেই ঘরোয়াভাবে বিয়ে সারেন পিয়া এবং পরম। সাদামাটা বিয়ে সেরেছিলেন তাঁরা। খুব ঘনিষ্ঠ এবং আত্মীয়দের সঙ্গে নিয়েই চার হাত এক হয় দুজনের। যোধপুর পার্কের বাড়িতে এখন তাঁদের সাজানো সংসার। তাঁদের সম্পর্ক ও ভালোবাসার ভিত হল গান। পরমব্রত নিজের সামাজিক মাধ্যমে লিখেছেন, "বিয়ের বর্ষপূর্তি, বন্ধুত্বের ভরসাপূর্তি।"

পিয়া স্বামীকে দিলেন গান উপহার। ঘড়ির কাঁটায় ঠিক রাত 12টায়, গানে গানে স্বামীর জন্য পোস্ট সমাজমাধ্যমে, পিয়ার তরফে। যদিও দু’জনের যুগলবন্দি। পিয়া গাইলেন মহীনের ঘোড়াগুলির 'জানাতে চাই তোমায় গানে গানে...'। পিয়া তাঁর পোস্টে লিখেছেন, "আমরা সূর্য, বৃষ্টি এবং ঝড়ের মধ্য দিয়ে জাহাজ চালাবো.. এটা এক বছর হয়ে গেছে এবং আরও অনেকের জন্য অপেক্ষা করছি, 'কারণ আমরা একসাথে বরং সুন্দর ৷ আমাদের শুভ বার্ষিকী!"

নিজেদের বিবাহবার্ষিকী একদম ব্যক্তিগতভাবেই সার‍তে চান তাঁরা। উপহারে থাকবে না কোনও অতিরিক্ত দেখনদারি। কাজের জিনিসই দেবেন একে অপরকে বলে জানা গিয়েছে ৷ প্রসঙ্গত, তাঁদের বিয়ে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া হয় সামাজিক মাধ্যমে। তবে, সেই সব নিয়ে ভাবিত নন কেউই । বরং খারাপ এবং ভালো সবের জন্যই প্রস্তুত তাঁরা। সব অবস্থাতে একে অপরের পাশে থাকাটাকেই বন্ধুত্ব বলেন তাঁরা। তাই ভরসার ডানায় ভর করে হাতে হাত রেখে হাঁটতে চান বাকিটা পথ।

ABOUT THE AUTHOR

...view details