লন্ডন, 19 ফেব্রুয়ারি:বার্বি ছবিকে পিছনে ফেলে বাফটা পুরস্কারের মঞ্চে ম্যাজিক দেখাল ক্রিস্টোফার নোলানের বায়োগ্রাফিক্যাল ছবি 'ওপেনহাইমার' ৷ লন্ডনের ব়য়্যাল ফেস্টিভ্যাল হলে অনুষ্ঠিত হওয়া 'বাফটা 2024' (BAFTA 2024)-এর মঞ্চে নোলানের ঝুলিতে এল সাতটি পুরস্কার ৷ সেরা পরিচালক, সেরা ছবি-সহ আরও পাঁচটি বিভাগে পুরস্কার জিতেছে 'ওপেনহাইমার' ৷ আমেরিকার সংবাদ সংস্থা অনুসারে 'পুর থিংস' ছবির ঝুলিতে এসেছে পাঁচটি পুরস্কার ৷ এই ছবির জন্যই এমা স্টোন পেয়েছেন সেরা অভিনেত্রীর সম্মান ৷ এছাড়াও কস্টিউম, মেকআপ-হেয়ার, প্রোডাকশন ডিজাইন ও স্পেশাল ভিজ্যুয়াল এফেক্টস রয়েছে সেই তালিকায় ৷
'কিলার অফ দ্য ফ্লাওয়ার মুন' পেয়েছিল ন'টা নমিনেশন, বার্বি কুপারের 'মায়েস্ত্রো' পেয়েছিল সাতটি নমিনেশন অন্যদিকে 2023 সালের অন্যতম চর্চিত ছবি গ্রেটা গারউইগ-এর 'বার্বি'-ও পেয়েছিল একাধিক নমিনেশন ৷ কিন্তু সবকিছুকে পিছনে ফেলেছে ক্রিস্টোফারের 'ওপেনহাইমার' ৷
একনজরে দেখে নেওয়া যাক বিজেতার তালিকায় রয়েছে কোন ছবি ও কোন তারকা ৷
সেরা চলচ্চিত্র- ওপেনহাইমার; ক্রিস্টোফার নোলান, চার্লস রোভেন, এমা থমাস
সেরা অভিনেত্রী- এমা স্টোন, পুর থিংস
সেরা অভিনেতা- সিলিয়ান মারফি, ওপেনহাইমার
সেরা পরিচালক- ক্রিস্টোফার নোলান, ওপেনহাইমার
ইই রাইজিং স্টার অ্যাওয়ার্ড (জনসাধারণের ভোট অনুযায়ী)- মিয়া ম্যাককেনা-ব্রুস
মেকআপ অ্যান্ড হেয়ার- পুর থিংস, নাদিয়া স্টেসি, মার্ক কুলিয়ার, জোশ ওয়েস্টন
কস্টিউম ডিজাইন- পুর থিংস, হলি ওয়াডিংটন
আউটস্ট্যান্ডিং ব্রিটিশ ফিল্ম- দ্য জোন অফ ইন্টারেস্ট, জোনাথন গ্লেজার, জেমস উইলসন
ব্রিটিশ শর্ট অ্যানিমেশন- ক্রাব ডে, রস স্ট্রিংগার, বার্তোজ স্ট্যানিসলাভেক, আলেকসান্দ্রা সিকুলাক
ব্রিটিশ শর্ট ফিল্ম- জেলিফিস অ্যান্ড লবস্টার, ইয়াসমিন আফিফি, এলিজাবেথ রুফাই
প্রোডাকশন ডিজাইন- পুর থিংস, শোনা হিথ, জেমস প্রাইস, জসুজা মিহালেক
সাউন্ড- দ্য জোন অফ ইন্টারেস্ট, জনি বার্ন, টার্ন উইলার্স
অরজিনাল স্কোর- ওপেনহাইমার, লুডভিগ গোরানসন