কলকাতা, 26 জানুয়ারি:এবার আসছে'রক্তবীজ 2' । এই বছরের পুজোতেই এই ছবি নিয়ে হাজির হবেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় । তার আগে 16মে তাঁদের প্রযোজনা ও পরিচালনাতে আসছে 'আমার বস'। ওদিকে তাঁদেরই প্রযোজনায় ও অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় নির্মাণের পথে 'ভানুমতীর ভূতের হোটেল'। এরই মধ্যে 'রক্তবীজ 2'-এর খবর দিল উইন্ডোজ প্রযোজনা সংস্থা ।
26 জানুয়ারি রবিবার সাধারণতন্ত্র দিবসে হাজির হয়েছে এই ছবির মোশন পোস্টার । মোশন পোস্টারে ধরা দিয়েছেন মিমি চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায় এবং আরও একজন । যাঁর মুখ দেখা যাচ্ছে না । তবে তিনিই কি মোস্ট ওয়ান্টেড ? জানা যাবে ছবিটা দেখার পর । তবে, জানা গিয়েছে, এই ছবিতে একেবারে নতুন অবতারে দেখা যেতে পারে সোহম চক্রবর্তীকে । তা হলে কি তাঁকেই এক ঝলক দেখা গেল মোশন পোস্টারে ? তিনি কি ভিলেন নাকি ভালো মানুষ ? সময় দেবে সব প্রশ্নের উত্তর ।