নয়াদিল্লি, 30 সেপ্টেম্বর: কখনও তিনি মৃগয়ার ঘিনুয়া, কখনও তিনি ডিস্কো ডান্সারে মাতিয়েছেন দেশকে ৷ বিগত সাড়ে চার দশক ধরে বিনোদন দুনিয়ায় রাজ করছেন ৷ এবার দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত হলেন মিঠুন চক্রবর্তী ৷
মিঠুন বলেন, ‘‘আমি বাকরুদ্ধ ৷ অনেক লড়াই করে এই জায়গায় পৌঁছেছি ৷ কলকাতার ছোট্ট গলি থেকে উঠে এসেছি, বম্বেতে (মুম্বই) ফুটপাথে থেকেছি ৷ সেই ছেলেটাকে এত বড় সম্মান জানানো হচ্ছে ৷ এই পুরস্কার আমি আমার পরিবার এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ভক্তদের উৎসর্গ করছি ৷ ’’
বাংলার ছেলে ভাগ্য অন্বেষণে পাড়ি দেন মুম্বই ৷ তারপর অভিনেতা হিসাবে প্রতিষ্ঠার লড়াই শুরু ৷ কাজের স্বীকৃতি হিসাবে ঝুলিতে রয়েছে একাধিক সম্মান ৷ কারও কাছে তিনি 'মহাগুরু', কারও কাছে 'ডিস্কো কিং' আবার কারও কাছে তিনি 'দাদা' ৷ ‘মৃগয়া’, ‘সুরক্ষা’, ‘ডিস্কো ডান্সার’, ‘ডান্স ড্যান্স’ ৷ তাঁর ফিল্মোগ্রাফি বর্ণময় ৷ 1976 সালে মৃণাল সেনের ‘মৃগয়া’ দিয়ে অভিনয় জগতে আত্মপ্রকাশ ৷ প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন ।