নয়াদিল্লি, 8 অক্টোবর:নয়াদিল্লির বিজ্ঞান ভবনে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হল কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে ৷ মঙ্গলবার তাঁকে 70তম জাতীয় পুরস্কার প্রদান করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। হত 30 অক্টোবর 'ডিস্কো ডান্সারের' নাম ঘোষণা করা হয় ।
চলতি বছরের গোড়াতেই পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন অভিনেতা। বর্ষীয়ান অভিনেতা এবার ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মানে সম্মানিত হলেন ৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে দাদাসাহেব ফালকে পুরস্কার নিয়ে আবেগঘন হয়ে পড়লেন 'মিঠুন দা' ৷ বক্তব্য় রাখতে গিয়ে ভবিষ্যত প্রজন্মের জন্য বার্তা দিয়ে 'বাঙালিবাবু' বলেন, "আমি যদি পারি, তাহলে তোমরা অবশ্যই পারবে ৷" এদিন অভিনেতার পরনে ছিল, অফ হোয়াইট রঙের পাঞ্জাবি আর সাদা ধুতি ৷ সঙ্গে উত্তরীয়। হাতে চোট, সেই কারণেই প্লাস্টার হাতে মঞ্চে উঠতে সহযোগিতা নিতে হয়।