পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

আমি পারলে তোমরাও পারবে, দাদাসাহেব ফালকে পুরস্কার হাতে বললেন মিঠুন - Mithun Chakraborty - MITHUN CHAKRABORTY

সিনে দুনিয়ায় মিঠুন চক্রবর্তীর অনবদ্য অবদানের জন্যই সম্মান প্রদান। 'ডিস্কো ডান্সার' মঙ্গলবার দিল্লিতে দাদাসাহেব ফালকে পুরস্কার গ্রহণ করলেন যা, ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান।

DADASAHEB PHALKE AWARD
দাদাসাহেব ফালকে পুরস্কার হাতে মিঠুন (ই)

By ETV Bharat Entertainment Team

Published : Oct 8, 2024, 5:56 PM IST

নয়াদিল্লি, 8 অক্টোবর:নয়াদিল্লির বিজ্ঞান ভবনে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হল কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে ৷ মঙ্গলবার তাঁকে 70তম জাতীয় পুরস্কার প্রদান করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। হত 30 অক্টোবর 'ডিস্কো ডান্সারের' নাম ঘোষণা করা হয় ।

চলতি বছরের গোড়াতেই পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন অভিনেতা। বর্ষীয়ান অভিনেতা এবার ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মানে সম্মানিত হলেন ৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে দাদাসাহেব ফালকে পুরস্কার নিয়ে আবেগঘন হয়ে পড়লেন 'মিঠুন দা' ৷ বক্তব্য় রাখতে গিয়ে ভবিষ্যত প্রজন্মের জন্য বার্তা দিয়ে 'বাঙালিবাবু' বলেন, "আমি যদি পারি, তাহলে তোমরা অবশ্যই পারবে ৷" এদিন অভিনেতার পরনে ছিল, অফ হোয়াইট রঙের পাঞ্জাবি আর সাদা ধুতি ৷ সঙ্গে উত্তরীয়। হাতে চোট, সেই কারণেই প্লাস্টার হাতে মঞ্চে উঠতে সহযোগিতা নিতে হয়।

70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে 'মহাগুরু' প্রবেশ করেন লাল গালিচায় হেঁটে। রেড কার্পেটে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনকালে মিঠুন বলেন, "আমি এখনও খবরটি হজম করতে পারিনি। এখনও আমি হতবাক। এত বছর পরে, মনে হচ্ছে ঈশ্বর আমাকে আগ্রহের সঙ্গে কিছু ফিরিয়ে দিয়েছেন।" উল্লেখ্য, পাঁচ দশকের ফিল্মি কেরিয়ারের স্মৃতি আজ অভিনেতার মনে ভিড় করল আরও একবার ৷

এদিকে আজ দুর্গাপঞ্চমী ৷ আজকের দিনটা মিঠুন চক্রবর্তীর জীবনের মাইলফলক হিসেবে থাকবে বলে মনে করছেন সিনেপ্রেমীরা। দাদাসাহেব সম্মান গ্রহণ, অন্যদিকে তাঁর আজ 'শাস্ত্রী' সিনেমাও মুক্তি পেয়েছে ৷ ছবির পরিচালক পথিকৃৎ বসু ৷ জ্যোতিষী পরিমল শাস্ত্রীর চরিত্রে দেখা যাবে মিঠুনকে ৷ সোহম চক্রবর্তীর প্রযোজনায় এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বাংলার 'মহাগুরু'।

ABOUT THE AUTHOR

...view details