পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

মানস মুকুলের ছবিতে মিঠুন, বিপরীতে বাংলাদেশের জনপ্রিয় নায়িকা

'সহজ পাঠের গপ্পো'-র পর ফের একবার ছবি পরিচালনায় হাত দিচ্ছেন মানস মুকুল পাল ৷ মিঠুন চক্রবর্তীর বিপরীতে থাকছে ওপার বাংলার নায়িকা ৷

Etv Bharat
মানস মুকুলের ছবিতে মিঠুন (PR Handout)

By ETV Bharat Entertainment Team

Published : 7 hours ago

কলকাতা, 23 নভেম্বর: 2017 সালের পর 2022-এ 'প্রজাপতি' দিয়ে বাংলা সিনেমায় প্রত্যাবর্তন অভিনেতা মিঠুন চক্রবর্তীর ৷ তারপর বাংলা বিনোদন দুনিয়ায় একের পর এক ছবিতে ছক্কা হাঁকাচ্ছেন ৷ 'কাবুলিওয়ালা', 'শাস্ত্রী'র পর বছর শেষে আসছে রাজ চকক্রবর্তীর পরিচালনায় 'সন্তান' ৷ এরমধ্যেই নতুন কাজে চুক্তিবদ্ধ হয়েছেন মিঠুন ৷

জানা গিয়েছে, মিঠুন এবং বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমিকে নিয়ে এবার ছবি বানাতে চলেছেন পরিচালক মানস মুকুল পাল। সব ঠিক থাকলে আগামী বছরেই শুরু হবে নির্মাণের কাজ। 'সহজ পাঠের গপ্পো' ছবির পরিচালক মানস মুকুল পাল চিত্রনাট্য লেখার কাজে হাত দেবেন ৷ পাশাপাশি, জানা গিয়েছে, এই ছবি ছাড়াও হুমায়ূন আহমেদের একটি উপন্যাস নিয়ে পরিচালক নতুন চিত্রনাট্য লেখা শুরু করছেন। তবে ভিন্ন ধারার সেই ছবি নিয়ে এই মুহূর্তে মুখ খুলতে নারাজ পরিচালক ৷

চিত্রনাট্য লেখার প্রস্তুতির জন্য তিনি ঢাকার আশেপাশে বেশ কয়েকটি আইকনিক ঐতিহ্যবাহী জায়গা ঘুরে দেখতে বাংলাদেশ সফরে যাচ্ছেন। এর নেপথ্যে অবশ্য আরও একটি তাগিদ আছে বলে জানিয়েছেন তিনি। পরিচালক বলেন, "অভিনেত্রী আফসানা মিমির সঙ্গে দেখা করার একটা ইচ্ছা আছে। উনি জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী। তানভীর মোকাম্মেল পরিচালিত কাল্ট বাংলা সিনেমা 'চিত্রা নদীর পারে'-তে মিমির অসাধারণ অভিনয় আমাকে মুগ্ধ করেছে। এই ছবিটি আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজ বিভাগে পড়ানো হয়েছিল।"

আগামী সপ্তাহেই বাংলাদেশে পাড়ি দিচ্ছেন পরিচালক। তিনি বলেন, "ভালো গল্প না পেলে কাজের তাগিদ অনুভব করি না। এবার হুমায়ুন আহমেদের যে উপন্যাস অবলম্বনে চিত্রনাট্য লেখা শুরু করছি তাতে বাংলাদেশের অনেক জায়গার উল্লেখ থাকবে। সেই কারণেই ঢাকা, কিশোরগঞ্জ-সহ একাধিক ঐতিহ্যবাহী জায়গাগুলো আমার চিনে রাখা দরকার। জায়গাগুলো দেখা থাকলে তার সঠিক উপলব্ধি আমার মধ্যে থাকবে। তাতে চিত্রনাট্য লেখা অনেক সহজ হবে আমার জন্য।"

অনেকদিন আগে মিঠুন চক্রবর্তীর বিপরীতে বাংলাদেশের নায়িকা রোজিনাকে দেখা গিয়েছে শক্তি সামন্তের পরিচালনায় ‘অন্যায় অবিচার’ ছবিতে। দুই বাংলার যৌথ প্রযোজনায় তৈরি হয় সেই ছবি। এবারেও মিঠুনের বিপরীতে ওপারের নায়িকা। বাকি অভিনেতাদের নামের তালিকা এখনও ঠিক হয়নি। পালাবদলের বাংলাদেশে হতে পারে ছবির শুটিং।

প্রসঙ্গত, 'সহজ পাঠের গপ্পো' আজও ভোলেনি দর্শক। জাতীয় পুরস্কার জিতে নিয়েছিল মানস মুকুলের সেই ছবি। তারপরে অনেকটা সময় লেগে গেল ফের পরিচালনায় ফিরতে। অনেকদিন ধরেই বিপ্লবী দীনেশ গুপ্তর বায়োপিক নিয়ে কাজ শুরুর পরিকল্পনা পরিচালকের। বাধ সাধে অর্থ, কোভিড, লকডাউন-সহ আরও নানান বিপত্তি। সবশেষে প্রয়াত হন ছবির জন্য নির্বাচিত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাই সেই ছবির কাজ আজও বিষ বাঁও জলে। তার মধ্যেই অন্য কাজ নিয়ে এবার ব্যস্ত হতে চলেছেন পরিচালক মানস মুকুল পাল।

ABOUT THE AUTHOR

...view details