কলকাতা, 23 নভেম্বর: 2017 সালের পর 2022-এ 'প্রজাপতি' দিয়ে বাংলা সিনেমায় প্রত্যাবর্তন অভিনেতা মিঠুন চক্রবর্তীর ৷ তারপর বাংলা বিনোদন দুনিয়ায় একের পর এক ছবিতে ছক্কা হাঁকাচ্ছেন ৷ 'কাবুলিওয়ালা', 'শাস্ত্রী'র পর বছর শেষে আসছে রাজ চকক্রবর্তীর পরিচালনায় 'সন্তান' ৷ এরমধ্যেই নতুন কাজে চুক্তিবদ্ধ হয়েছেন মিঠুন ৷
জানা গিয়েছে, মিঠুন এবং বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমিকে নিয়ে এবার ছবি বানাতে চলেছেন পরিচালক মানস মুকুল পাল। সব ঠিক থাকলে আগামী বছরেই শুরু হবে নির্মাণের কাজ। 'সহজ পাঠের গপ্পো' ছবির পরিচালক মানস মুকুল পাল চিত্রনাট্য লেখার কাজে হাত দেবেন ৷ পাশাপাশি, জানা গিয়েছে, এই ছবি ছাড়াও হুমায়ূন আহমেদের একটি উপন্যাস নিয়ে পরিচালক নতুন চিত্রনাট্য লেখা শুরু করছেন। তবে ভিন্ন ধারার সেই ছবি নিয়ে এই মুহূর্তে মুখ খুলতে নারাজ পরিচালক ৷
চিত্রনাট্য লেখার প্রস্তুতির জন্য তিনি ঢাকার আশেপাশে বেশ কয়েকটি আইকনিক ঐতিহ্যবাহী জায়গা ঘুরে দেখতে বাংলাদেশ সফরে যাচ্ছেন। এর নেপথ্যে অবশ্য আরও একটি তাগিদ আছে বলে জানিয়েছেন তিনি। পরিচালক বলেন, "অভিনেত্রী আফসানা মিমির সঙ্গে দেখা করার একটা ইচ্ছা আছে। উনি জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী। তানভীর মোকাম্মেল পরিচালিত কাল্ট বাংলা সিনেমা 'চিত্রা নদীর পারে'-তে মিমির অসাধারণ অভিনয় আমাকে মুগ্ধ করেছে। এই ছবিটি আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজ বিভাগে পড়ানো হয়েছিল।"