কলকাতা, 26 অগস্ট: অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের পর এবার হেনস্তার শিকার আরও এক বাংলার অভিনেত্রী ৷ নিজের বাড়ির সামনেই হেনস্তার শিকার হলেন 'রাজযোটক' অভিনেত্রী মিশমি দাস ৷ তবে শুধু অভিনেত্রী নন, তাঁর মা এবং এক আত্মীয়কেও হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ মিশমির ৷ সোশাল মিডিয়ায় তুলে ধরেন পুরো ঘটনা ৷
এই বিষয়ে মিশমির সঙ্গে ইটিভি ভারত যোগাযোগ করে। তিনি বলেন, "আমি নরেন্দ্রপুর থানার জেনারেল ডায়েরি করেছি। মঙ্গলবার লালবাজারে যাব সাইবার ক্রাইম ব্রাঞ্চে রিপোর্ট করতে।" মিশমি আরও বলেন, "সোশাল মিডিয়াতে আমাকে অনবরত বিরক্ত করে চলেছে। আমার ওই পোস্টে সব বন্ধুদের দিয়ে কমেন্ট করাচ্ছে। আমি ব্লক করেছি, সেটা নিয়েও লিখছে।"
ঠিক কী হয়েছে মিশমির সঙ্গে?
রবিবার রাতের ঘটনা সামাজিক মাধ্যমে লিখেছেন মিশমি। লেখার সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে হলুদ টপ পরে একজন মহিলা দাঁড়িয়ে রয়েছেন গাড়ির সামনে। অভিনেত্রী লিখেছেন, "আমি তখন একটি অনুষ্ঠানে যাব বলে তৈরি হচ্ছিলাম। আমার মা এবং এক আত্মীয় বাড়িতে ঢুকছিল। তখন মা দেখেন যে আমাদের বাড়ির ঠিক সামনে একটি গাড়ি রাখা আছে। তখন মা ওনাদের গাড়িটি সরাতে বলেন কারণ ৷ আমার গাড়ি রাখা যাচ্ছিল না আমাদেরই বাড়ির সামনে। তারপরই ওই গাড়িতে থাকা এক মহিলা আমার মা-কে গালিগালাজ ও হুমকি দেওয়া শুরু করেন। অনেক ঝামেলার পর ওরা গাড়ি সরিয়ে নিলেও গালাগাল থামায়নি। তাই তখন আমি বাইরে এসে গাড়িটি এবং মহিলাটির ছবি তুলে নিই।"
মিশমি আরও লেখেন, "ওই মহিলা আমার তোলা ছবিটা ডিলিট করে দিতে বলেন ৷ আমি ওনার কথা না মানলে আমার উপর জোর খাটানোরও চেষ্টা করেন। আমি যখন গাড়িতে উঠি তখন উনিও একটা ছবি তুলে নেন আমার ৷ বলেন ফিল্ম ইন্ডাস্ট্রির নাম খারাপ কী করে করি, দেখুন এবার!" এই চেনা শহরকে আজ অচেনা লাগছে মিশমির। নিজের বাড়ির সামনেই যদি সুরক্ষা না থাকে তাহলে কোথায় গেলে মিলবে সুরক্ষা? স্বাভাবিকভাবেই পুরো বিষয়টা নিয়ে বেশ উদ্বিগ্ন হয়ে রয়েছেন অভিনেত্রী মিশমি দাস ৷