পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

চোখা সংলাপে অ্যাকশন ভরপুর ট্রেলার, সুরমা চোখে মনচুরি 'মির্জা' অঙ্কুশের - Mirza bengali Film - MIRZA BENGALI FILM

Ankush New Film: অঙ্কুশ হাজরাকে দর্শক এইভাবে কখনও দেখেননি ৷ মারকাটারি সংলাপ আর ধুন্ধুমার অ্যাকশন দৃশ্য, প্রকাশ্যে 'মির্জা' ট্রেলার ৷

Etv Bharat
আসছে 'মির্জা'

By ETV Bharat Bangla Team

Published : Mar 31, 2024, 4:24 PM IST

হায়দরাবাদ, 31 মার্চ: রবিবার যখন ভাতে-মাছে বাঙালি দুপুরে ভাতঘুম দেওয়ার অপেক্ষায়, ঠিক তার আগে ঘুম ওড়ালেন অভিনেতা অঙ্কুশ হাজরা ৷ এর আগে যে এইভাবে অঙ্কুশকে কে যে দর্শক পাননি, তা বলা যায় নিঃসন্দেহে ৷ চোখে সুরমা, হাতে বন্দুক নিয়ে সুলতানের রাজত্বে রাজ করতে প্রস্তুত 'মির্জা' ৷ প্রকাশ্যে এল অঙ্কুশ হাজরা প্রযোজনা সংস্থার নতুন ছবির ট্রেলার ৷ অঙ্কুশের চরিত্রের ভয়াবহতা দেখে থরহরি কম্প হবেন আপনিও ৷

অ্যাকশন দৃশ্যে অঙ্কুশের পাশাপাশি নজর কেড়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋষি কৌশিক, শোয়েব কবীর। আরও তাক লাগানোর বিষয়, ঐন্দ্রিলাকেও ট্রেলারের অ্যাকশন সিক্যুয়েন্সে দুর্দান্ত লেগেছে ৷ ট্রেলার শুরুই হয়েছে রবি ঠাকুরের 'আমরা সবাই রাজা' গানের লাইন দিয়ে ৷ যেখানে দেখা যাচ্ছে একের পর এক ব্যক্তিকে কুপোকাত করছেন অভিনেতা ৷ ধোঁয়া ঠেলে এগিয়ে আসছেন অঙ্কুশ ৷ এরপরেই এন্ট্রি নেন পুলিশ অফিসার ঋষি কৌশিক ৷ যিনি অন্ধকার দুনিয়ার সকল ব্যক্তিদের শেষ করার মিশনে নেমেছেন ৷ কৌশিক গঙ্গোপাধ্যায়কে দেখা গেল নিষ্ঠুর সুলতানের চরিত্রে ৷ যাঁর রাজত্ব শেষ করতে তৈরি মির্জা ওরফে অঙ্কুশ ৷

নায়িকার চরিত্রে থাকবেন ঐন্দ্রিলা সেন। তাঁর চরিত্রের নাম মুসকান। সাধারণত রাজাকে তাঁর রাজ্য সামলাতে দেখা গিয়েছে। তবে এই ছবির রাজা কুপিয়ে কুপিয়ে খুন করে রাজত্ব চালায়। তাঁর চরিত্রের নাম আজহার, পর্দায় করতে দেখা যাবে শোয়েব কবীরকে। মির্জার চরিত্রে দেখা যাবে অঙ্কুশ হাজরাকে। সেই নাকি এই গল্পের 'জোকার', যাকে দেখা যাবে সমস্ত নিয়ম ভাঙতে ৷ অন্য়দিকে, অঙ্কুশকে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা গিয়েছিল 'শিকারপুর' সিরিজে ৷ এবার এই জুটি কী চমক রাখে তা দেখতে উৎসুক সিনেপ্রমীরা ৷

ABOUT THE AUTHOR

...view details