পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'সিক্রেটস' প্রকাশ্যে আনতে চলেছেন নীরজ পাণ্ডে, সঙ্গত মনোজ বাজপেয়ীর - সিক্রেটস অফ দ্য বুদ্ধা রেলিক্স

Secrets Franchise: যাঁরা ইতিহাস ভালোবাসেন বা যাঁরা পৌরাণিক কাহিনী শুনতে ভালোবাসেন তাঁদের জন্য ফের একবার মনোজ বাজপেয়ী ও নীরজ পাণ্ডে আনতে চলেছেন সিক্রেটস সিরিজ ৷ কবে থেকে দেখা যাবে এই শো? রইল বিস্তারিত।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Jan 20, 2024, 11:07 AM IST

মুম্বই, 19 জানুয়ারি: গোপন তথ্য এবার হবে ফাঁস ৷ ফের একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী ও পরিচালক নীরজ পাণ্ডে ৷ ওয়ার্নার ব্রোস প্রযোজিত ডকু সিরিজ ফ্রাঞ্চাইজি 'সিক্রেট' আসতে চলেছে ডিসকভারি চ্যানেলে ৷ 2021 সালে প্রথম সামনে আসে টিভি সিরিজ 'সিক্রেটস অফ সিনৌলি: ডিসকভার অফ দ্য সেঞ্চুরি' ৷ সিরিজের সফলতার পর 2022 সালে ডিসকভারিতে আসে 'সিক্রেটস অফ দ্য কোহিনূর' ৷ দু'বছর পর ফের মনোজ বাজপেয়ীর ন্যারেশনে, নীরজ পাণ্ডের ভাবনায় আসতে চলেছে 'সিক্রেটস অফ দ্য বুদ্ধা রেলিক্স' ৷ এটি পরিচালনা করবেন রাঘব জয়রাথ ৷

'দ্য কিলার স্যুপ' অভিনেতা বলেন, "নীরজ পাণ্ডের সঙ্গে কাজ করা বরাবরই উপহারস্বরূপ ৷ তাঁর সঙ্গে কাজ করার ফলে তথ্যচিত্রের গভীরে যাওয়া সম্ভবপর হয় ৷ এই তথ্যচিত্রের মধ্য দিয়ে গৌতম বুদ্ধের জীবনকালকে তুলে ধরার চেষ্টা করা হবে৷ সেই সময়কাল ও তাঁর দর্শননীতির উপরে আলোকপাত করা হবে ৷ স্পিরিচুয়াল হেরিটেজ তুলে ধরা হবে এই শোয়ে ৷"

বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, এই সিরিজে বুদ্ধের সাংস্কৃতিক গুরুত্ব, রহস্যময় কাহিনী, বৌদ্ধধর্মকে ঘিরে থাকা ধ্বংসাবশেষের উপর আলোকপাত করবে ৷ পাশাপাশি, ধ্বংসাবশেষের প্রকারভেদ এবং তাদের শ্রেণীবিভাগের বিষয়ে আলোচনা করা হবে এই তথ্যচিত্রটিতে ৷ ঐতিহাসিক এবং পৌরাণিক আখ্যানগুলিকে একত্রিত করে বৌদ্ধধর্মে তাদের ভূমিকা সম্পর্কে বিস্তৃত ধারণা প্রদানের চেষ্টা করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে ৷ 'সিক্রেটস অফ দ্য বুদ্ধা রেলিক্স' ওটিটি প্ল্যাটফর্ম ডিসকভারিতে দেখানো হবে 22 জানুয়ারি থেকে ৷ অন্যদিকে টেলিভিশনে এই শো দেখানে হবে 26 ফেব্রুয়ারি রাত 9টা থেকে ৷

উল্লেখ্য, কিছুদিন আগেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে অভিষেক চৌবে পরিচালিত মনোজ বাজপেয়ী ও কঙ্কনা সেনশর্মা অভিনীত দ্য কিলার স্যুপ ৷ ক্রাইম-থ্রিলারে ভরপুর এই সিরিজ দর্শক মহলে পেয়েছে প্রশংসা ৷ অন্যদিকে, দেবাশীস মাখিজা পরিচালিত জোরাম ছবিতেও নজর কাড়েন অভিনেতা মনোজ বাজপেয়ী ৷

ABOUT THE AUTHOR

...view details