হায়দরাবাদ, 19 ডিসেম্বর: মাদক পাচার মামলায় যুক্ত থাকার অভিযোগ উঠেছিল অভিনেত্রী মমতা কুলকার্নির বিরুদ্ধে ৷ সেই অভিযোগ থেকে রেহাই পেয়েছেন তিনি ৷ ভারতে ফিরেছেন 24 বছর পর ৷ তাঁর জীবনের একটা বড় অধ্যায় সম্পর্কে অনেকেই জানেন না ৷ আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে মাদক পাচার মামলা ও ভিকি গোস্বামীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ৷
ভিকির সঙ্গে তাঁর যোগ সম্পর্কে বলতে গিয়ে মমতা বলেন, " ভিকি গোস্বামীর সঙ্গে আমার পরিচয় হয়েছে 1996 সালে ৷ 1997 সালে তিনি মাদক মামলায় গ্রেফতার হন ৷ তাঁর 12 বছরের সাজা ঘোষণা হয় ৷ জেলে থাকাকালীনও ভিকি আমাকে তাঁর সঙ্গে দেখা করতে বলেছিল ৷ আমি একবার মাত্র তাঁর সঙ্গে দেখা করি ৷"
এরপর ভিকির সঙ্গে মমতার বিয়ের প্রসঙ্গ তোলা হয় ৷ অভিনেত্রী বলেন, "সব খবর মিথ্যে ৷ আমি ভিকিকে বিয়ে করিনি ৷ আমি 12 বছর ব্রহ্মচর্য পালন করেছি ৷ আমি এই সময়কালে পেঁয়াজ, রসুন কিচ্ছু ছুঁইনি ৷ হ্যাঁ, এটা সত্যি যে আমি ভিকির সঙ্গে ছিলাম ৷ আমি ওকে সবসময় ভালোবেসে যাব ৷ তবে সবকিছু শেষ হয়ে যায়, যখন আমি আধ্যাত্মিক জীবনে প্রবেশ করি ৷ কেনিয়াতেও আমি ভিকির সঙ্গে দেখা করেছি ৷ কিন্তু তাঁকে মাদক মামলার জন্য আমেরিকায় নিয়ে যাওয়া হয় ৷ তারপরও কেটে গিয়েছে আরও 8 বছর ৷ এখন সব কিছু শেষ হয়ে গিয়েছে ৷"
অভিনেত্রী জানান, তিনি এর আগে 2012 সালে কুম্ভমেলাতে এসেছিলেন পূর্ণস্নান করতে ৷ মাদক পাচার কাণ্ডের সঙ্গে নাম জোড়া প্রসঙ্গে অভিনেত্রী বলেন, "কীসের অভাব ছিল আমার? মানুষ এই সব খারাপ কাজে জড়ায় টাকার জন্য ৷ কিন্তু সেই সময় আমার হাতে 10টা ছবির কাজ ছিল ৷ আমার তিনটে বাড়ি ছিল, দুটো গাড়ি ছিল ৷ মনে হয়, ভিকির সঙ্গে সম্পর্ক থাকার কারণে মাদক মামলায় আমার নাম মিথ্যে ভাবে নাম জড়ানো হয়েছিল অথবা পাবলিসিটির জন্য ৷"
অভিনেত্রী বলতে থাকেন, "আমাকে পলাতক ঘোষণা করা হয় ৷ এমনকী, যে ব্যক্তি আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন তাঁকে কয়েক মাসের জন্য পলাতক ঘোষণা করা হয়। আসলে তুমি যেমন বীজ পুঁতবে তেমনই বপণ করবে ৷ আজ সেই কমিশনার কোথায়? আমার বিরুদ্ধে পুলিশের কাছে কোনও প্রমাণ বা তথ্য নেই ৷"
পাশাপাশি মমতা সাক্ষাৎকারে জানান, ইতিমধ্যেই তিনি বেশ কিছু কাজের প্রস্তাব পেয়েছেন ৷ তার মধ্যে রয়েছে ওয়েব সিরিজ ৷ তবে তিনি এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেননি ৷ অভিনেত্রী বলেন, "আমি ওয়েব সিরিজে কাজের প্রস্তাব পেয়েছি ৷ কিন্তু আমি এখনও পর্যন্ত হ্যাঁ বলিনি ৷ এই বিষয়ে চিন্তাভাবনা করছি ৷ আসলে এই প্রস্তাব আমি দেড় বছর আগে পেয়েছি ৷ আমি এখনও পর্যন্ত সেটা অপেক্ষায় রেখেছি ৷ এর বেশি কিছু এই মুহূর্তে বলা যাবে না ৷"