পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'মেকআপ করার পর শরীর ভার হয়ে আসত', ভৈরবী চরিত্রে অদ্ভুত অভিজ্ঞতা মল্লিকার

Mallika Banerjee: টেলিভিশন পর্দার অন্যতম জনপ্রিয় তারকা মল্লিকা বন্দ্যোপাধ্যায় ৷ এ বার তাঁকে অন্যরকম চরিত্রে দেখবেন দর্শকরা ৷ মুক্তি পেয়েছে রাজর্ষি দে পরিচালিত 'সাদা রঙের পৃথিবী' ৷ ছবিতে কেমন ছিল তাঁর জার্নি, অভিজ্ঞতা ভাগ করে নেন ইটিভি ভারতের সঙ্গে ৷

Etv Bharat
ভৈরবী চরিত্র করতে গিয়ে অদ্ভুত অনুভূতি মল্লিকার

By ETV Bharat Bangla Team

Published : Feb 23, 2024, 3:03 PM IST

কলকাতা, 23 ফেব্রুয়ারি: বড়পর্দায় মুক্তি পেল রাজর্ষি দে পরিচালিত 'সাদা রঙের পৃথিবী' ৷ শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে শুরু করে সৌরসেনী মৈত্র, রিচা শর্মা, অরিন্দম শীল, শুভ্রজিৎ মিত্র, অনন্যা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার কে নেই ছবিতে ? এই ছবিতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায় । ভৈরবীর চরিত্রে দেখা যাবে তাঁকে । ছবি মুক্তির পর তাঁর চরিত্র নিয়ে নিজের অনুভূতির কথা জানান মল্লিকা বন্দ্যোপাধ্যায়।

অভিনেত্রী ইটিভি ভারতকে বলেন, "আমার জন্য তিনটে চরিত্রের অপশন দিয়েছিল রাজর্ষি । আমি এটাই বেছে নিই । আর রাজর্ষিও বলেছিল যে আমি এই চরিত্রটা করলে খুশি হবে এবং আমাকে মানাবে । আর সত্যিই আমি খুব খুশি চরিত্রটাতে নিজেকে দেখে । সাজগোজ থেকে শুরু করে চরিত্রের ভাঁজ সবেতেই আছে 'অন্যরকম'এর ছোঁয়া । খুব শক্তিশালী একটা চরিত্র । অনেক শেড আছে চরিত্রটাতে ।"

কতক্ষণ সময় লাগত মেক আপ করতে ? মল্লিকা বলেন, "চুলটা রেডি করতেই বেশি সময় লাগত । বাকিটা অত সময় নিত না ।" তিনি এই প্রসঙ্গে আরও বলেন, "আমি মহাদেবের ভক্ত । উনিই আমার সব । আর বেনারস মহাদেবের জায়গা । সেই সময়ে ওখানে থাকাকালীন আমার সঙ্গে এমন এক ঘটনা ঘটেছে, যেটা শেয়ার করতেই হয় । শরীর ভারী হয়ে আসত যখন মেক আপটা করতাম । মনে হত যেন আমি আসলেও ওই ভৈরবীই । প্যাক আপ বলার পরেও বেরোতে পারতাম না চরিত্রটা থেকে । আমি মেকআপ তুলতাম না, পোশাক ছাড়তে পারতাম না কিছুতেই । প্যাকআপেরও অনেক পরে আমি নিজেকে ফ্রি করতাম । অদ্ভুত কী যেন হত আমার মধ্যে । ভাবতাম আমি যদি বাস্তবেও এরকম ভাবে জীবনটা কাটিয়ে দিতে পারতাম । আমি সাংঘাতিক ঈশ্বরে বিশ্বাসী । মহাদেবই আমার সব । কিন্তু কেন ওই সময়ে আমার সঙ্গে ওরকম হত তার কোনও উত্তর আমি খুঁজে পাই না।"

ছবিতে ভৈরবী এমন একটা চরিত্র, যিনি তাঁর কাছের মানুষদের জীবনে আসন্ন ভালো-খারাপটা দেখতে পান । তাঁদের রক্ষা করেন ৷ ভৈরবীর জীবনেও আছে এক নিকষ কালো অতীত । যে কারণে বিধবা হওয়ার পর তারও ঠাঁই হয় বেনারসে । অলৌকিক ক্ষমতার জোরে সে প্রভাবশালী । তাঁকে মান্যি করেন সবাই । ফলে এই চরিত্র চিত্রনাট্যের সঙ্গে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই জানিয়েছেন অভিনেত্রী মল্লিকা ৷

উল্লেখ্য, 'সাদা রঙের পৃথিবী' জায়গা পেয়েছে নন্দনে । তাই খুশি অভিনেত্রী মল্লিকা । মল্লিকা বাংলা টেলিভিশনের ব্যস্ত অভিনেত্রী । 'সাহেবের চিঠি', 'তুঁতে'র পর এই মুহূর্তে 'গীতা এলএলবি' ধারাবাহিক নিয়ে ব্যস্ত মল্লিকা । কখনও পজিটিভ আবার কখনও নেগেটিভ চরিত্রে টেলিজগৎকে সমৃদ্ধ করেছেন তিনি । পাশাপাশি বেশ কিছু বাংলা ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন । সম্প্রতি একটি ছবির শ্যুটিংয়ে ব্যস্ত আছেন অভিনেত্রী । তবে, সেই নিয়ে এখনই মুখ খোলা বারণ তাঁর । মল্লিকা জানিয়েছেন, তাঁর কেরিয়ারের উল্লেখযোগ্য কাজ হতে চলেছে পরবর্তী ছবিটা । সঠিক সময় এলেই সকলে জানতে পারবেন ৷

আরও পড়ুন

1. সত্যজিৎ-পৌত্র সৌরদীপের বিয়ে, নতুন বউমাকে নিয়ে খুশি ললিতা রায়

2.স্বনামধন্য ফুটবলার চুনী গোস্বামীর চরিত্রে চৈতি পুত্র অর্মত্য, জানালেন অভিজ্ঞতা

3.সোনার কেল্লার 50 বছরে নিজের পাড়ায় ফিরল মুকুল, সঙ্গে তোপসে ও সন্দীপ রায়

ABOUT THE AUTHOR

...view details