হায়দরাবাদ, 26 অগস্ট: আরজি করে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় ক্ষোভে উত্তাল গোটা দেশ ৷ বলিউডের একাধিক তারকা প্রতিবাদে সামিল হয়েছেন ৷ তবে শুধু কলকাতায় নয়, ভারতের বিভিন্ন জায়গায় ধর্ষণের মতো ঘটনা বেড়ে চলেছে ৷ তা নিয়ে প্রতিবাদে সরব হন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল নেতার বার্তা সোশাল মিডিয়ায় শেয়ার করলেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ৷ আরজি কর কান্ডের ভয়াবহতা নিয়ে তিনিও যে চিন্তিত, আতঙ্কিত তাঁর পোস্ট থেকে স্পষ্ট।
মালাইকা অরোরার পোস্ট (সোশাল মিডিয়া) কী লেখা রয়েছে এই পোস্টে
অভিষেক এই পোস্টে লেখেন, "গত 10 দিনে, যখন প্রত্যেকে আরজি কর ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করছে এবং ন্যায়বিচারের দাবি করছে তখন ভারতের বিভিন্ন অংশে 900টি ধর্ষণের ঘটনা ঘটেছে - ঠিক সেই সময়ে যখন লোকেরা এই ভয়ঙ্কর অপরাধের বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভ করছিল। দুঃখজনকভাবে, একটি দীর্ঘস্থায়ী সমাধান এখনও অনেকাংশে আলোচনার বাইরে রয়ে গিয়েছে।"
এরপর তৃণমূল সেনাপতি আরও লেখেন, "প্রতিদিন 90টি ধর্ষণের রিপোর্ট সামনে আসে ৷ প্রতি ঘন্টায় 4টি, প্রতি 15 মিনিটে 1টি করে ধর্ষণের মতো ঘটনা ঘটে চলেছে ভারতে ৷ এই ধরনের পাশবিক ঘটনা বন্ধের জন্য আমাদের এমন শক্তিশালী আইন দরকার যা 50 দিনের মধ্যে বিচার এবং দোষী সাব্যস্ত করার আদেশ দেয় ৷ তার পরে কঠোরতম শাস্তি ৷ শুধুমাত্র প্রতিশ্রুতি নয়। রাজ্য সরকারগুলিকে অবশ্যই কাজ করতে হবে এবং অবিলম্বে ধর্ষণ বিরোধী আইনের জন্য কেন্দ্রকে চাপ দিতে হবে ৷"
অভিষেকের সেই বার্তাই এবার শেয়ার করেন মালাইকা অরোরা ৷ ফলে এটা স্পষ্ট, শুধু কলকাতার বুকে আরজি কর ঘটনা নয়, দেশের বিভিন্ন প্রান্তে ধর্ষনের ঘটনার ন্যায় বিচার কম সময়ে যাতে হয় ও ধর্ষক যাতে কড়া শাস্তি পায় সেই আবেদন জানিয়েছেন মালাইকা অরোরাও ৷