পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'এক পরদেশী মেরা দিল লে গয়া..' প্রেম নিয়ে ভাঙা-গড়ার জীবন ছিল মধুবালার - Entertainment

Madhubala Death Anniversary: মাত্র 36 বছর বয়সে প্রয়াত হন ভারতীয় সিনেমার অনবদ্য অভিনেত্রী তথা সুন্দরী মধুবালা ৷ তবে তাঁর শিল্পীসত্তা আজও দর্শকদের মনে করায় ৷ তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য ৷

Madhubala Death Anniversary
মধুবালা

By ETV Bharat Bangla Team

Published : Feb 23, 2024, 12:56 PM IST

হায়দরবাদ, 23 ফেব্রুয়ারি: তাঁকে বলা হয় বলিউডের মেরিলিন মনরো ৷ রূপোলি পর্দায় খ্যাতির শিখরে যাওয়া থেকে বারবার ভালোবাসায় মন ভাঙা, সিনে দুনিয়ায় মধুবালা আজও চর্চার বিষয় ৷ আজ তাঁর 55তম মৃত্যুবার্ষিকীতে ফিরে দেখা যাক তাঁর ভালোবাসাময় ছবির দুনিয়া ও প্রেমজীবন ৷

1933 সালের 14 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন মমতাজ জাহান দেহলভি ৷ অভাবের সংসার হওয়ায় শিশুশিল্পী হিসাবে তিনি আত্মপ্রকাশ করেন সিনেপর্দায় ৷ অভিনেত্রী দেবিকা রানি মমতাজ জাহান নাম পরিবর্তন করে রাখেন মধুবালা ৷ অসাধারণ সুন্দরী ছিলেন তিনি ৷ 14 বছর বয়সে কিদার শর্মার নীল কমল ছবিতে রাজ কাপুরের বিপরীতে নায়িকা হিসাবে সামনে আসেন মধুবালা ৷ 1949 থেকে 1964 সাল পর্যন্ত মাত্র 29 বছরের অভিনয় জীবনে 70টি ছবিতে অভিনয় করেছেন তিনি ৷

অভিনেত্রী মধুবালার প্রথমে প্রেমের সম্পর্কে জড়ান বাদল ছবির সহ-অভিনেতা প্রেম নাথের সঙ্গে ৷ তবে সেই প্রেম স্থায়ী হয়নি বেশিদিন ৷ প্রেমনাথ ছিলেন হিন্দু আর মধুবালা ছিলেন মুসলিম ৷ তাই ছয়মাসের মধ্যে সেই সম্পর্ক শেষ হয়ে যায় ৷ এরপরেই মধুবালার জীবনে আসেন দিলীপ কুমার ৷ এক সাক্ষাৎকারে মধুবালার বোন মধুর ভূষণ জানান, সেই সময় হিন্দু-মুসলিম বিয়ে হত না ৷ তাই পরিবার সেই সম্পর্ক মেনে নিতে রাজি হয়নি ৷

তিনি ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, দিলীপ কুমারকে নিয়ে পরিবারে কোনও সমস্যা ছিল না ৷ কিন্তু একটা কোর্ট কেসের জন্য মধুবালা ও দিলীপ কুমারের মধ্যে দূরত্ব তৈরি হয় ৷ নয়া দৌড় ছবি নিয়ে মধুবালাও পরিচালক বি আর চোপড়া আদালতের দ্বারস্থ হয়েছিলেন ৷ সেই লড়াইয়ে মধুবালার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলেন দীলিপ কুমার ৷ পরিচালক আইনি লড়াইয়ে জিতে মধুবালাকে সেই ছবি থেকে বাদ দিয়ে দেন ৷ তার বদলে নেন বৈজন্তমালাকে ৷ সেই থেকেই সমস্যা শুরু ৷

মধুবালার বাবা আতাউল্লাহ খান, মেয়ের কেরিয়ারের জন্য অনেক সংঘর্ষ করেছেন ৷ কিন্তু মেয়ের কেরিয়ারে এমন সমস্যা হওয়ায় তিনি চেয়েছিলেন ক্ষমা চাওয়া উচিত দীলিপ কুমারের ৷ কিন্তু ক্ষমা চাননি দীলিপ ৷ এমনকি, মধুবালাও নাকি অনুরোধ করেছিলেন সম্পর্কের কথা ভেবে তাঁর বাবার কাছে ক্ষমা চাইতে ৷ কিন্তু দিলীপ নিজের কথায় অবিচল থাকেন ৷ আর ভেঙে যায় এই সম্পর্ক ৷ তারপরেই মধুবালা বিয়ে করেন কিংবদন্তি গায়ক কিশোর কুমারকে ৷

উল্লেখ্য, 'মুঘল-এ-আজম', 'মিস্টার অ্যান্ড মিসেস 55', 'চলতি কা নাম গাড়ি', 'হাফ টিকিট', 'হাওড়া ব্রিজ', 'কালা পানি', 'বরসাত কি রাত'-এর মতো একাধিক কাল্ট ছবি উপহার দিয়েছেন মধুবালা ৷ তবে ব্যক্তিগত জীবনে সাফল্যের সেই আলো খুশি দিতে পারেনি তাঁকে ৷ এরপরেই

মধুবালার হৃৎপিন্ডে ফুঁটো ধরা পড়ে ৷ 1950 সালে তাঁর শরীরে যে সমস্যা ধরা পড়ে তার আধুনিক নাম ভেন্ট্রিকুলার সেফটাল ডিফেক্ট (ভিএসডি) তখন এর চিকিৎসা ছিল না। চিকিৎসকরা জানিয়ে দেন, বড়জোর এক বছর বাঁচবেন তিনি। কিন্তু পরে আরও নয় বছর অসুখের সঙ্গে লড়াই করে অবশেষে 23 ফেব্রুয়ারি, 1969 সালে মাত্র 36 বছর বয়সে মৃত্যুবরণ করেন মধুবালা।

আরও পড়ুন:

1. পরিবারে শয়তানের নজর, মেয়েকে বাঁচাতে মরিয়া চেষ্টা অজয়-জ্যোতিকার

2.ফের জুটিতে বরুণ-জাহ্নবী, শেষ হল 'সানি সংস্কারি কি তুলসী কুমারি' ছবির শুটিং

3.মিলান ফ্যাশন উইকে মোহময়ী রশ্মিকা, কালো পোশাকে ম্যাজিক 'পুষ্পা' অভিনেত্রীর

ABOUT THE AUTHOR

...view details