মুম্বই, 15 ফেব্রুয়ারি: 14 বছর পর ফের পর্দায় আসতে চলেছে 'লাভ সেক্স অউর ধোকা 2' ৷ দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবির দ্বিতীয় পার্ট মুক্তি পেতে চলেছে চলতি বছর এপ্রিলে ৷ এমনটাই জানিয়েছে ছবির নির্মাতারা ৷
প্রযোজাক একতা কাপুরের বালাজি টেলিফিল্মস লিমিটেড এই খবর শেয়ার করেছে সোশাল মিডিয়ায় ৷ ছবি মুক্তির তারিখ ও পোস্টার শেয়ার করা হয় ৷ ক্যাপশনে লেখা হয়েছে, "ইয়ে ভ্যালেন্টাইনস ডে নেহি হ্যায় আসান, বস ইতনা সমঝ লিজিয়ে ৷ লাভ সেক্স অউর ধোকা কা দরিয়া হ্যায়, অউর ডুব কে জানা হ্যায় ৷ 19 এপ্রিল বড়পর্দায় মুক্তি পাচ্ছে লাভ সেক্স অউর ধোকা 2৷"
জানা গিয়েছে, এই ছবি আধুনিক যুগে সম্পর্কের দ্বন্দ্ব, ভালোবাসার সংজ্ঞা, ইন্টারনেটে ভালোবাসা কোন দিকে যেতে পারে, কী প্রভাব ফেলে, তা তুলে ধরা হবে ৷ নিমৃত আহলুওয়ালিয়া, রোসানা এলসা স্কুগুগিয়া, অনুপম জোয়ারদার ছাড়া আর কারা কারা রয়েছেন মুখ্যচরিত্রে এখনও জানা যায়নি ৷ পরিচালক দিবাকরকে শেষবার দেখা গিয়েছে 2021 সালে মুক্তি পাওয়া 'সন্দীপ অউর পিঙ্কি ফারার' ছবির পরিচালক হিসাবে ৷
2010 সালে মুক্তি পেয়েছিল 'লাভ সেক্স অউর ধোকা' ৷ মুখ্য চরিত্রে দেখা যায়, অনুষ্মান ঝা, নুসরত ভারুচা, রাজকুমার রাও, নেহা চৌহান-সহ আরও অনেককে ৷ ছবির প্রযোজনা করেন একতা কাপুর ও শোভা কাপুর ৷ অনারকিলিং, এমএমএস স্ক্যান্ডাল ও স্টিং অপারেশনের গল্প উঠে আসে পর্দায় ৷ তিনটি আলাদা ঘটনা হলেও চরিত্রগুলি জড়িয়ে ছিল একে অপরের সঙ্গে ৷