পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

বদলাচ্ছে ভালোবাসার সমীকরণ, সেই গল্পই শোনাবে 'লাভ সেক্স অউর ধোকা 2'; কবে ? - Entertainment

Love, Sex Aur Dhokha 2: ভালোবাসায় আঘাত পান অনেকেই ৷ কিন্তু সেই আঘাত অনেক সময় প্রতিশোধে পরিণত হয় ৷ বর্তমানে সোশাল মিডিয়ায় যার প্রতিফলন প্রায় সময় দেখা যায় ৷ এই সময়কেই পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায় আবারও তুলে ধরছেন পর্দায় ৷ আসছে 'লাভ সেক্স অউর ধোকা 2' ৷

Etv Bharat
আসছে 'লাভ সেক্স অউর ধোকা 2'

By ETV Bharat Bangla Team

Published : Feb 15, 2024, 10:41 AM IST

মুম্বই, 15 ফেব্রুয়ারি: 14 বছর পর ফের পর্দায় আসতে চলেছে 'লাভ সেক্স অউর ধোকা 2' ৷ দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবির দ্বিতীয় পার্ট মুক্তি পেতে চলেছে চলতি বছর এপ্রিলে ৷ এমনটাই জানিয়েছে ছবির নির্মাতারা ৷

প্রযোজাক একতা কাপুরের বালাজি টেলিফিল্মস লিমিটেড এই খবর শেয়ার করেছে সোশাল মিডিয়ায় ৷ ছবি মুক্তির তারিখ ও পোস্টার শেয়ার করা হয় ৷ ক্যাপশনে লেখা হয়েছে, "ইয়ে ভ্যালেন্টাইনস ডে নেহি হ্যায় আসান, বস ইতনা সমঝ লিজিয়ে ৷ লাভ সেক্স অউর ধোকা কা দরিয়া হ্যায়, অউর ডুব কে জানা হ্যায় ৷ 19 এপ্রিল বড়পর্দায় মুক্তি পাচ্ছে লাভ সেক্স অউর ধোকা 2৷"

জানা গিয়েছে, এই ছবি আধুনিক যুগে সম্পর্কের দ্বন্দ্ব, ভালোবাসার সংজ্ঞা, ইন্টারনেটে ভালোবাসা কোন দিকে যেতে পারে, কী প্রভাব ফেলে, তা তুলে ধরা হবে ৷ নিমৃত আহলুওয়ালিয়া, রোসানা এলসা স্কুগুগিয়া, অনুপম জোয়ারদার ছাড়া আর কারা কারা রয়েছেন মুখ্যচরিত্রে এখনও জানা যায়নি ৷ পরিচালক দিবাকরকে শেষবার দেখা গিয়েছে 2021 সালে মুক্তি পাওয়া 'সন্দীপ অউর পিঙ্কি ফারার' ছবির পরিচালক হিসাবে ৷

2010 সালে মুক্তি পেয়েছিল 'লাভ সেক্স অউর ধোকা' ৷ মুখ্য চরিত্রে দেখা যায়, অনুষ্মান ঝা, নুসরত ভারুচা, রাজকুমার রাও, নেহা চৌহান-সহ আরও অনেককে ৷ ছবির প্রযোজনা করেন একতা কাপুর ও শোভা কাপুর ৷ অনারকিলিং, এমএমএস স্ক্যান্ডাল ও স্টিং অপারেশনের গল্প উঠে আসে পর্দায় ৷ তিনটি আলাদা ঘটনা হলেও চরিত্রগুলি জড়িয়ে ছিল একে অপরের সঙ্গে ৷

ছবি মুক্তির পর বক্স অফিসে ও দর্শকদের উপরে ভালো ছাপ ফেলে ছবিটি ৷ 20 মিলিয়ন ডলার বাজেটের ছবি বক্স অফিসে তুলে নেয় 97.8 মিলিয়ন ডলার ৷ এমনকি, লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ও মিউনিখ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও প্রশংসিত হয় এই ছবি ৷ একযুগের বেশি সময় পর আবারও দিবাকর বন্দ্যোপাধ্যায় পর্দায় আনছেন 'লাভ সেক্স অউর ধোকা 2' ৷ অপেক্ষায় রইলেন অনুরাগীরাও ৷

আরও পড়ুন:

1. ক্রাচে ভর দিয়ে দাঁড়িয়ে হৃতিক, কী হয়েছে অভিনেতার ? চিন্তিত অনুরাগীরা

2.অজয়ের 'সিংঘমে' এবার এন্ট্রি অর্জুনের, ভিলেন চরিত্রে ফার্স্ট লুকে নজর কাড়লেন বনি-পুত্র

3.দেশরক্ষার দায়িত্বে সারা, কবে মুক্তি পাচ্ছে 'অ্যায় বতন মেরে বতন' ?

ABOUT THE AUTHOR

...view details