হায়দরাবাদ, 12 সেপ্টেম্বর: প্রয়াত হয়েছেন অভিনেত্রী মালাইকা অরোরার সৎ বাবা অনিল মেহতা ৷ সান্তাক্রুজের শ্মশানে শেষকৃত্যে পরিবারের কাছের মানুষের পাশাপাশি উপস্থিত হন মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ খান ও তাঁর বর্তমান স্ত্রী সৌরা খান ৷ আসেন প্রাক্তন বয়ফ্রেন্ড অর্জুন কাপুরও ৷
বুধবার দুপুরে আচমকাই মালাইকার বাবার আত্মহত্যার খবর আসে ৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় মুম্বই পুলিশ ৷ যান আরবাজ খান, অর্জুন কাপুর থেকে করিনা কাপুর খান, কাজল, সইফ আলি খান-সহ আরও অনেকে ৷ এদিন মুম্বইয়ে ছিলেন না মালাইকা ৷ খবর পাওয়া মাত্রই তিনি তড়িঘড়ি পুণে থেকে ফিরে আসেন ৷ বৃহস্পতিবার সম্পন্ন হল, মালাইকার সৎ বাবার শেষকৃত্য ৷ আরবাজ আর সৌরা সম্পূর্ণ সাদা পোশাকে আসেন ৷ কঠিন সময়ে মালাইকা ও তাঁর পরিবারকে সামলেছেন আরবাজ খান ৷ তিনি যে পুরো ঘটনায় হতবাক-বিধ্বস্ত তা তাঁর চোখে মুখে স্পষ্ট ৷
এদিন শ্মশানে মালাইকার সঙ্গে ছিলেন মা জোয়েস, বোন অমৃতা ও ছেলে আরহান খান ৷ শেষকৃত্যের সময় কান্নায় ভেঙে পড়েন মালাইকার মা ৷ তাঁকে সান্ত্বনা দেন নাতি আরহান ৷ এদিন উপস্থিত ছিলেন করিনা কাপুর খান, করিশ্মা কাপুর, সইফ আলি খান-সহ আরও অনেকে ৷
অনিলের মৃত্যুর খবর সামনে আসতেই মালাইকার বাড়িতে যান প্রাক্তন শ্বশুর-শাশুড়ি সেলিম ও সালমা খান ৷ পরিবারের পাশে দাঁড়ান সোহেল খান,হেলেন, অর্পিতা খান ও আলভিরা খান অগ্নিহোত্রী ৷ জানা গিয়েছে, অমিল মেহতার দেহের ময়নাতদন্ত হয়েছে রাত 8টা নাগাদ ৷ সূত্রের খবর, একাধিক জায়গায় আঘাত পাওয়ার কারণে অনিল মেহতার মৃত্যু হয়েছে বলে উঠে এসেছে ময়নাতদন্তে ৷
অনিল মেহতার বয়স হয়েছিল 62 বছর ৷ তিনি বান্দ্রার আলমেইডা পার্ক এলাকার আয়েশা মানর বিল্ডিয়ে থাকতেন স্ত্রী জোয়েসের সঙ্গে ৷ জানা গিয়েছে, মৃত্যুর আগে অনিল যোগাযোগ করেছিলেন মালাইকা-অমৃতার সঙ্গে ৷ তিনি নাকি বলেছিলেন, "অসুস্থ ও ক্লান্তবোধ করছি ৷" এরবেশি কিছু আর জানা যায়নি ৷ যখন অনিল আত্মহত্যা করেন তখন ছয়তলার বাড়িতেই ছিলেন স্ত্রী জোয়েস ৷ ফলে কেন তিনি চরম পদক্ষেপ নিলেন, তা এখন পরিষ্কার নয় কারোর কাছে ৷